কোভিডের দ্বিতীয় ঢেউয়ে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছেন মানুষ। এমনকী মৃত্যুর সংখ্যাও সবচেয়ে বেশি এই দ্বিতীয় ঢেউয়েই। এবং আক্রান্ত হয়ে সেরে ওঠার পর অনেকেই ভেবেছেন তাঁরা আর দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হতে পারেন না। এমনকী অনেকে মাস্কের ব্যবহারও বন্ধ করে দিয়েছেন। তবে সম্প্রতি ওমিক্রন যে ভাবে মাথা চাড়া দিয়ে উঠছে তাতে আবারও জটিল সংক্রমণের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। করোনা ভাইরাসে একবার আক্রান্ত হয়ে গেলে কিছুদিনের জন্য শরীরে প্রাকৃতিক ভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। কিন্তু তার স্থায়িত্ব মোটেই বেশিদিন নয়। এছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা নির্ভর করে লিঙ্গ, বয়স এবং ব্যক্তির উপর। সবার রোগ প্রতিরোধক ক্ষমতাও কিন্তু সমান নয়।
যদি আপনি কোনও করোনা আক্রান্তের সংস্পর্শে আসেন…
অনেকেই আছেন যাঁরা SARs-COV-2 ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে তাঁদের শরীরে ভাইরাসকে প্রতিরোধ করার মত ফরেন অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেই মত রোগ প্রতিরোধ করার ক্ষমতাও তৈরি হয়েছে। একবার ইমিউন সিস্টেম ভাইরাসটিকে চিনতে পারলে সংক্রমিত কোশগুলিকে ধ্বংস করতে সক্ষম হয়। সেই সঙ্গে শরীরে প্রয়োজনীয় অ্যান্টিবডি তৈরি হয়। যা পরবর্তীতে শরীরকে ভাইরাসের হাত থেকে সুরক্ষা দেয়। তবে কোভিডে আক্রান্ত হওয়ার পর কতদিন শরীরে সেই রোগ প্রতিরোধক অ্যান্টিবডি থাকবে সেই বিষয়ে অবশ্য সঠিক করে কিছু জানানি চিকিৎসকেরা। সংক্রমনের পর শরীরে যে অ্যান্টিবডি তৈরি হয় তা ৯০-১২০ দিনের মধ্যেই সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। ফলে যাঁরা এক বছর আগে কোভিডে আক্রান্ত হয়েছেন তাঁদের শরীরে পরবর্তী এক বছর অ্যান্টিবডি বেঁচে থাকে না। এর ফলে আবারও তাঁদের কোভিডে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে যায়। পূর্বের বেশ কিছু গবেষণায় বলা হয়েছিল, করোনা আক্রান্ত হবার ৬ মাস সময়ের মধ্যে পুণরায় আক্রান্তের কোনও সম্ভাবনা থাকে না। আবার লন্ডনের একটি গবেষণায় বলা হয়েছে, কোভিডে আক্রান্ত হওয়ার ১০ মাস সময়সীমা পর্যন্ত দ্বিতীয়বার আর সংক্রমণের সম্ভাবনা থাকে না।
একবার কোভিডে আক্রান্ত হলেই কি বাড়বে রোগ-প্রতিরোধ ক্ষমতা?
এমন কোনও কিছুই এখনও প্রমাণিত হয়নি। বরং একবার কোভিডে আক্রান্ত হবার পরং কমে যাচ্ছে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা। ফলে একবার সংক্রমিত হওয়ার পর যদি আবারও আক্রান্ত হন করোনায় তাহলে কিন্তু সম্ভাবনা রয়েছে জটিলতার দিকে যাওয়ার। যদিও এর কোনও উপযুক্ত প্রমাণ নেই। তবে একবার কোভিডে আক্রান্ত হলে প্রভাব পড়ছে মস্তিষ্কে, দুর্বল হচ্ছে স্মৃতিশক্তি এমনটা কিন্তু দেখা গিয়েছে।
আর এই সব কারণেই কিন্তু ভ্যাকসিনেশন খুবই গুরুত্বপূর্ণ। সেই সঙ্গে যদি ভ্যাকসিনের দুটো ডোজের পাশাপাশি বুস্টার ডোজ দেওয়া যায় তাহলে তা কিন্তু শরীরের জন্য আরো ভাল। অনেক দেশেই ইতিমধ্যে শুরু হয়েছে কোভিডের বুস্টার ডোজ দেওয়া। যাঁরা টিকা নেননি তাঁদের কোভিড ভাইরাসে সংক্রমণের সম্ভাবনা যেমন থেকে যায় তেমনই কিন্তু সমস্যা জটিলতার দিকে এগোতে পারে। এমনকী অনেকেই আছেন যাঁদের একবার কোভিড হয়ে যাওয়ার পর আর ভ্যাকসিন নেননি। তাঁদের কিন্তু কোভিডে সংক্রমিত হবার সম্ভাবনা দ্বিতীয়বার অনেক বেশি। তাই অবশ্যই টিকা নিন। যাঁরা এখনও টিকা নেননি তাঁরা যত দ্রুত সম্ভব টিকা নেওয়ার ব্যবস্থা করুন। একমাত্র সুরক্ষা দিতে পারে ভ্যাকসিনই।
আরও পড়ুন: Heart failure: শীতেই বেশি কাবু হন হার্টের রোগীরা! কিন্তু কেন?