Coronavirus: কোভিড পরিস্থিতি নিয়ে কোনও কিছুই বলা যাচ্ছে না, শারীরিক সমস্যা থাকলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন…

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Feb 09, 2022 | 7:15 PM

কোভিড থেকে সেরে উঠলেও থেকে যাচ্ছে একাধিক স্বাস্থ্য সমস্যা। রক্ত জমাট বেঁধে যাওয়া কিংবা হার্টের সমস্যায় অনেকেই ভুগছোন। আর তাই সাবধানে থাকা জরুরি

Coronavirus: কোভিড পরিস্থিতি নিয়ে কোনও কিছুই বলা যাচ্ছে না, শারীরিক সমস্যা থাকলে নিয়মিত চিকিৎসকের পরামর্শ মেনে চলুন...
কোভিড পরবর্তী সমস্যা কখনই হেলাফেলা নয়

Follow Us

গত ২৪ ঘন্টায় কমেছে কোভিড ( COVID) আক্রান্তের সংখ্যা। সোমবারের তুলনায় আক্রান্তের সংখ্যা ১৯ শতাংশ কমলেও কিন্তু বেড়েছে মৃত্যুর সংখ্যা। স্বাস্থ্য মন্ত্রকের দেওয়া তথ্য অনুসারে দেশ জুড়েই ক্রমশ নিম্নমুখী কোভিডের গ্রাফ (Covid Graph)। বর্তমানে দেশে কোভিড আক্রান্তের সংখ্যা ৯,৯৪,৮৯১। তবে এখনই কিন্তু এই কোভিডের কবল থেকে মুক্তি নেই আমাদের। বরং সংক্রমণের গ্রাফ কখনও উঠবে আবার কখনও নামবে। সম্প্রতি চিকিৎসক এম বিদ্যাসাগর নিউজ-৯ কে জানান, এই সংক্রমণ ঠিক কবে শেষ হবে তা সঠিক ভাবে বলা যাবে না। তবে ওমিক্রনের (Omicron) সংক্রমণ প্রথম ধরা পড়ে দক্ষিণ আফ্রিকায়। আর তারপর থেকেই তা ছড়িয়ে পড়ে বিশ্বের আরও ১৫৫ টি দেশে। ফলে দক্ষিণ আফ্রিকার সংক্রমণের নিরিখে আমরা বলতে পারে যে খুব শীঘ্রই হয়ত শিখর ছোঁবে কোভিডের সংক্রমণ।

কোভিডের পূর্বাভাস নিয়ে সঠিক ভাবে এখনই কিছু বলতে নারাজ চিকিৎসকেরা। কারণ এই ভাইরাস আমাদের শরীরের ঠিক কতটা ক্ষতি করতে পারে তা কিন্তু কেউই জানেন না। ওমিক্রনের সংক্রমণ হালকা, কিন্তু ওমিক্রন আমাদের শরীরে আভ্যন্তরীন কতটা ক্ষতি করছে তা কিন্তু এখনও জানা যায়নি। বিশেষ করে যাঁদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম এবং আরও নানা শারীরিক জটিলতা রয়েছে। অনেকেই লং কোভিডের সমস্যায় ভুগছেন। আর তাই যাঁরা সদ্য কোভিড থেকে সেরে উঠেছেন তাঁদের কিন্তু শরীরের বিষয়ে আরও অনেক বেশি যত্নশীল হতে হবে। যাঁরা ২০২০ সালের মার্চ মাসে কোভিডে আক্রান্ত হয়েছিলেন, তাঁদের সবার ক্ষেত্রে কিন্তু শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গিয়েছিল। সেই সঙ্গে দ্বিতীয় তরঙ্গে দেখা গিয়েছে, যাঁদের ওজন বেশি, ডায়াবিটিসের সমস্যা রয়েছে, হৃদরোগের সমস্যা রয়েছে, কিডনি বা ক্যানসারের মত অসুখে ভুগছেন তাঁদের ক্ষেত্রে কিন্তু মারাত্মক রোগ জটিলতা তৈরি হয়েছিল। কোভিড সংক্রমিত হয়ে অনেকেই মারা গিয়েছিলেন। হাসপাতালে বেডের অভাব, অক্সিজেনের অভাব- সব মিলিয়ে ভেঙে পড়েছিল স্বাস্থ্য ব্যবস্থা। ওমিক্রনের ক্ষেত্রেও যাঁদের শারীরিক কোনও সমস্যা রয়েছে তাঁদের ক্ষেত্রেই কিন্তু তৈরি হয়েছে জটিলতা।

মহামারী বিশেষজ্ঞ ডাঃ চন্দ্রকান্ত লাহারিয়া জানান, কোভিডে আক্রান্ত হয়ে যাঁরা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাঁদের ক্ষেত্রে ৬৫ শতাংশেরই একাধিক স্বাস্থ্য সমস্যা ছিল। ফলে কোভিড মুক্ত হলেও তাঁদের কিন্তু নিয়মিত ভাবে চিকিৎসকের পরামর্শে থাকতে হবে। এছাড়াও কোভিডের প্রভাবে শরীরে অন্য কোনও সমস্যা তৈরি হয়েছে কিনা সেদিকেও নজর রাখতে হবে। যাঁদের হার্টের সমস্যা রয়েছে, তাঁদের প্রতি ৩-৬ মাস অন্তর চিকিৎসকের সঙ্গে পরামর্শ জরুরি। কারণ হার্টের সমস্যার সঙ্গে যাঁরা কোভিডে আক্রান্ত হয়েছিলেন তাঁদের বেশিরভাগের ক্ষেত্রেই পরবর্তীতে কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা এসেছে।

ফোর্টিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট, ওখলা, নিউ দিল্লির ইন্টারভেনশনাল কার্ডিওলজির ডিরেক্টর ডাঃ নিশীথ চন্দ্র যেমন বলেন, কোভিডের প্রভাবে অনেকেই হার্টের সমস্যায় ভুগছেন। অনেকের ক্ষেত্রেই নতুন করে উচ্চরক্তচাপের সমস্যা যুক্ত হয়েছে। তেমনই আবার ফুসফুস সংক্রান্ত সমস্যাও কাবু করেছে অনেককে। এমন অনেকে আছেন যাঁদের কোনওদিনো হার্টের সমস্যা ছিল না তাঁদের ক্ষেত্রেও এই একই সমস্যা হয়েছে। আর তাই নিয়মিত ভাবে চিকিৎসকের পরমর্শে থাকা জরুরি। আবার অনেকের ক্ষেত্রেই কোভিড পরবর্তী সময়ে রক্ত জমাট বাঁধার মতো সমস্যাও হয়েছে। আর তাই আগেভাগেই সতর্ক থাকুন।

Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।

আরও পড়ুন: Covid Vaccine: নবম কোভিড ভ্যাকসিনকে অনুমোদন দিল ভারত, অযথাই বাড়তে পারে বিক্রি আশঙ্কা বিশেষজ্ঞদের…

Next Article