Monkey Pox: কেন হঠাৎ করে মাঙ্কিপক্সের এত বাড়বাড়ন্ত? নেপথ্যে কোন নতুন ভ্যারিয়েন্ট?

Aug 31, 2024 | 12:29 PM

Monkey Pox: এর আগে ২০২২ সালেও ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস। তাহলে কেন এখন এত ভয়াবহ পরিস্থিতি? বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে রয়েছে মাঙ্কিপক্সের নতুন ভ্যারিয়েন্ট ১বি স্ট্রেন।

Monkey Pox: কেন হঠাৎ করে মাঙ্কিপক্সের এত বাড়বাড়ন্ত? নেপথ্যে কোন নতুন ভ্যারিয়েন্ট?

Follow Us

মাঙ্কিপক্সের বাড়বাড়ন্ত নিয়ে জেরবার বিশ্ব। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই মাঙ্কিপক্সকে বিশ্ব স্বাস্থ্য জরুরি অবস্থা বলে ঘোষণা করেছে। আফ্রিকা মহাদেশ এবং বিশেষ করে রিপাবলিক অব কঙ্গোতে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে এই রোগ। তবে এর আগে ২০২২ সালেও ছড়িয়ে পড়েছিল এই ভাইরাস। তাহলে কেন এখন এত ভয়াবহ পরিস্থিতি? বিশেষজ্ঞরা বলছেন এর পিছনে রয়েছে মাঙ্কিপক্সের নতুন ভ্যারিয়েন্ট ১বি স্ট্রেন।

মাঙ্কিপক্স অত্যন্ত সংক্রমক একটি ভাইরাস। খুব দ্রুত একজনের কাছ থেকে আরেকজনের কাছে ছড়িয়ে পড়ে এই ভাইরাস। স্পর্শ, শারীরিক ঘনিষ্ঠতা, বা রক্তের মাধ্যমে সংক্রমিত হয় এই রোগ। বিশেষত মাঙ্কিপক্সের নতুন ভ্যারিয়েন্ট ক্লেড ১বি-এর ক্ষেত্রে সেই সংক্রমণের হার আরও অনেক বেশি।

আপনিও কি মাঙ্কিপক্সের ক্লেড ১বি স্ট্রেনে আক্রান্ত? বুঝবেন কী ভাবে?

ধুম জ্বর, গায়ে হাতে বা পায়ে ব্যথা, গায়ে ব়্যাশ বেরোনো এই রোগের অন্যতম লক্ষণ। সেই সঙ্গে এই রোগে আক্রান্ত হলে প্রচণ্ড শ্বাস কষ্ট হতে পারে, বা নিউমোনিয়া হতে পারে। আবার সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তাই এই সব লক্ষণ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

যদিও নতুন এই ভ্যারিয়েন্টে নতুন ভাইরাসে আক্রান্ত হলে তার মধ্যে মৃত্যুহার অনেক বেশি। আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার প্রায় ১০ শতাংশ।

ইতিমধ্যেই ভারতের কেরালায় এই নিয়ে সতর্কতা জারি হলেও এখনও অবধি নতুন এই ভাইরাসে আক্রান্তের কোনও খবর ভারতে মেলেনি। তবে আগে থেকেই ভাইরাসের ভয়াবহতা রুখে দিতে তৎপর স্বাস্থ্য দফতর।

Next Article