Radish Health Effects: শীতকালে প্রাণ ভরে মুলো খান, কী কী উপকার হয় জানেন?
Radish Health Effects: বডি ডিটক্সিফিকেশনে সাহায্য করে মুলো। তাই খেতে পারেন এই সবজি। এক্ষেত্রে স্যালাডে আপনি কাঁচা মুলো খেতে পারেন।

গন্ধের ভয়ে অনেকেই মুলো খেতে পছন্দ করেন না আজকাল। বিশেষ করে যাঁদের গ্যাসের সমস্যা রয়েছে তাঁদের জন্য সমস্যা আরও বেশি। যদিও শীতকালে এই সবজিটির স্বাদ দারুণ। শুধু তো স্বাদ নয়, এই সবজির রয়েছে বহু স্বাস্থ্যগুণ। জানেন কী উপকার হয় মুলো খেলে?
১। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে মুলো। শীতের মরশুমে এমনিতেই কমে ইমিউনিটি। তার ফলে বিভিন্ন সংক্রমণ, ইনফেকশন বাড়ে। সহজে অসুস্থ হয়ে যাওয়া বাড়তে পারে। এইসব সমস্যা এড়াতে চাইলে শীতকালে মাঝে মাঝে মুলো খাওয়া উচিত।
২। বডি ডিটক্সিফিকেশনে সাহায্য করে মুলো। তাই খেতে পারেন এই সবজি। এক্ষেত্রে স্যালাডে আপনি কাঁচা মুলো খেতে পারেন। গ্যাসের সমস্যা হতে পারে ভয় থাকলে হাল্কা সেদ্ধ করে নিন মুলো। কচি মুলো স্যালাডে খাওয়া ভাল। সহজে হজম হবে।
৩। পটাশিয়াম রয়েছে মুলোর মধ্যে। তাই এই সবজি খেলে ভাল থাকবে হৃদযন্ত্রের স্বাস্থ্য। হার্ট ভাল থাকলে স্ট্রোক, হার্ট অ্যাটাকের প্রবণতা কমবে।
৪। ভিটামিন সি রয়েছে মুলোর মধ্যে। এছাড়াও এর মধ্যে রয়েছে প্রচুর ফাইবার। তাই ইমিউনিটি বাড়ে এবং হজমশক্তি ভাল হয়।
৫। শীতের মরশুমে শরীরে তাপমাত্রা স্বাভাবিক পর্যায়ে বজায় রাখতে সাহায্য করে মুলো। তাই খেতে পারেন এই সবজি।
