দাঁড়িয়ে, বসে নাকি শুয়ে কেমন করে ওষুধ খেলে শরীরের ভাল হয়, আর কোনটা খারাপ?
শরীর খারাপের ধরন অনুযায়ী চিকিৎসকরা নানারকমের ওষুধও দেন। কোনও সময় ট্যাবলেট তো কখনও আবার ক্যাপসুল, আর মাঝে মাঝে সিরাপ। দিনে কোন ওষুধ কতবার খেতে হবে, চিকিৎসকরা সেটাও বলে দেন।

গ্রীষ্ম, শীত হোক আর হলই বা বর্ষা… জ্বর, সর্দি, কাশি আজকাল ঘরে ঘরে লেগে থাকে। এমন সময় কমবেশি সকলেই ডাক্তারের কাছে যান। শরীর খারাপের ধরন অনুযায়ী চিকিৎসকরা নানারকমের ওষুধও দেন। কোনও সময় ট্যাবলেট তো কখনও আবার ক্যাপসুল, আর মাঝে মাঝে সিরাপ। দিনে কোন ওষুধ কতবার খেতে হবে, চিকিৎসকরা সেটাও বলে দেন। কিন্তু তাঁরা এটা বলেন না যে সেই ওষুধ বসে, শুয়ে নাকি দাঁড়িয়ে খাওয়া ভাল।
আপনি কীভাবে ওষুধ খান? বসে, শুয়ে নাকি দাঁড়িয়ে? চিকিৎসকদের মতে, শুয়ে বা দাঁড়িয়ে নয়, সোজা হয়ে বসে ওষুধ খাওয়া সবচেয়ে ভাল। রক্তচাপ, স্নায়বিক কার্যকারিতার দিক থেকে দেখতে হলে বসে ওষুধ খাওয়ার কথা বলে থাকেন চিকিৎসকরা।
অবশ্য বেশ কিছু বিশেষ ওষুধ রয়েছে, যেগুলো চিকিৎসকরা বলে দেন যেন রোগী শুয়ে শুয়েই খান। কারণটা কী? আসলে বেশ কিছু ওষুধ এমন রয়েছে, যেগুলো খাওয়ার পরই মাথা ঘুরতে শুরু করে। এমন সময় দাঁড়িয়ে বা বসে ওষুধ খেলে ওই রোগীর কিছু না কিছু সমস্যা হতে পারে।
ট্যাবলেট বা ক্যাপসুল খাওয়ার পর শরীরে কী হয়? যখন কোনও ব্যক্তি কোনও ওষুধ খান, তখন ধীরে ধীরে ট্যাবলেট বা ক্যাপসুলটি পেটে গিয়ে পৌঁছয়। এরপর সেখানে ট্যাবলেট বা ক্যাপসুল ফুলে যায় এবং তা ভেঙে যায়। তারপর শরীরে মিশে গিয়ে রোগ নিরাময় করে।
বিশেষ দ্রষ্টব্য – উপরিল্লিখিত সকল বক্তব্য স্বাস্থ্য সংক্রান্ত তথ্য থেকে। এই বিষয়ে TV9 Bangla-র কোনওরকম দায় নেই।
