সকাল থেকে যতই ডায়েট করে দিন শুরু হোক না কেন বিকেল গড়াতে না গড়াতেই কিন্তু তাতে ছন্দপতন। ওটস ( Oats), মুজলি, ব্রাউন রাইসে দিন শুরু হলে সন্ধ্যে হয় ফুচকা দিয়ে। আবার রাতে একখানা রোল…ব্যাস সারাদিনের খাওয়া-দাওয়া শেষ। এখানেই গলদ। ওজন কমাতে (Weight loss) চাইলে নিয়মিত ডায়েট, ব্যায়ামের পাশাপাশি আরও কিছু জিনিস মাথায় রেখে চলতে হবে। তা দৈনন্দিন জীবনযাত্রায় (Lifestyle) পরিবর্তন। রোজকার জীবনে পরিবর্তন না আনলে কিন্তু কোনও ভাবেই ওজন কমানো যাবে না। আর সাতদিন ডায়েট করলেই যেমন ওজন কমে যায় না তেমনই ডায়েট মানে না খেয়ে থাকা নয়।
সময় মতো খাওয়া, ঘুম হলে তবেই কমবে ওজন। ডায়েটে যেন প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট থাকে সেদিকেও নজর দিতে হবে। যা খাবেন ক্যালোরি মেপে খাবেন-তবেই কিন্তু কাজ হবে। সেই সঙ্গে ওজন কমাতে হলে রাশ টানতে হবে জিভে। অনেকক্ষণ রাত জেগে কাজ করলে খিদে বেশি পায়। তখন ফ্রিজ খুলে হাতের সামনে যা থাকে তাই খেতে শুরু করেন। মধ্যরাতের এই খিদেই কিন্তু বাড়িয়ে দেয় অতিরিক্ত ওজন। আর তাই ওজন ঝরাতে চাইলে আগে জেনে নিতে হবে ঠিক কোন কারণগুলোর জন্য ওজন হঠাৎ করেই অনেকটা বেড়ে যায়…
তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া
Disclaimer: এই প্রতিবেদনটি শুধুমাত্র তথ্যের জন্য, কোনও ওষুধ বা চিকিৎসা সংক্রান্ত নয়। বিস্তারিত তথ্যের জন্য আপনার চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন।