মাত্র এক ঘণ্টাই ধরা পড়বে আপনার শরীরেও বাসা বেঁধেছে কিনা মারণ রোগ ব্রেন ক্যানসার। সম্প্রতি নটরডেম ইউনিভার্সিটির গবেষকরা মিলে এমন একটি টেস্টিং ডিভাইস তৈরি করেছেন।
এই টেস্টিং ডিভাইসটি একটি স্বয়ংক্রিয় ডিভাইস, যা গ্লিওব্লাস্টোমা, এক বিশেষ ধরনের মস্তিষ্কের ক্যানসারে কেউ আক্রান্ত কিনা তা মাত্র ৬০ মিনিটের মধ্যেই বলে দিতে পারে। এই বিশেষ ক্যানসারের এখনো অবধি কোনও প্রতিকার বা চিকিৎসা আবিস্কার করা সম্ভব হয়নি। সাধারণত গ্লিওব্লাস্টোমা রোগীরা রোগ নির্ণয়ের পরে মাত্র ১২ থেকে ১৮ মাস বেঁচে থাকে।
বিশেষ এই টেস্টিং যন্ত্রে রয়েছে বায়োচিপ যা বিশেষ প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট কিছু বায়োমার্কার, খুঁজে বার করতে সাহায্য করে। যেমন সক্রিয় এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর।
এই এপিডার্মাল গ্রোথ ফ্যাক্টর রিসেপ্টর সাধারণত গ্লিওবাস্টোমার মতো ক্যানসারে কেউ আক্রান্ত হলে সেই ক্ষেত্রে শরীরে পাওয়া যায়। এই উপাদান ছোট ছোট কণার আকারে এক্সট্রা ভেসিলস জাতীয় কোষ থেকে নির্গত হয়।
বিশ্বেষ এই রোগ নির্ণায়ক যন্ত্রে তিনটি ভাগ রয়েছে, একটি হল অটোমেশন ইন্টারফেস, পোর্টেবেল প্রটোটাইপ মেশিন এবং বায়োচিপ। আবার পোর্টেবেল এই মেশিন পরীক্ষা করার খরচ খুব কম বলে জানিয়েছন গবেষকরা। এই যন্ত্রের দ্বারা টেস্ট করতে প্রয়োজন মাত্র ১০০ মাইক্রোলিটার রোগীর রক্ত। এবং টেস্টটি করতে খরচ মাত্র ২ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা দাঁড়ায় প্রায় ১৬৮ টাকা।
কেবল ব্রেন ক্যানসার নয়, গবেষকদের দাবি ভবিষ্যতে এই যন্ত্র ব্যবহার করে আরও অনেক আগেই অন্ত্রের ক্যানসার, কার্ডিওভাসকুলার রোগ, ডিমনেশিয়া বা এপিলেপসি জাতীয় রোগের বায়োমার্কারকেও শনাক্ত করে আরও আগে চিকিৎসা করা সুবিধা হবে। যা চিকিৎসাশাস্ত্রে এক নতুন দিগন্ত খুলে দেবে।