Omicron symptoms: ভ্যাকসিনের দুটো ডোজ নেওয়ার পরও ওমিক্রন? কী কী উপসর্গ থাকতে পারে, জানুন…

TV9 Bangla Digital | Edited By: রেশমী প্রামাণিক

Dec 28, 2021 | 5:46 PM

ওমিক্রনের লক্ষণ আর পাঁচটা সর্দি-ৃ্বরের মধ্যে হলেও কিছু ফারাক রয়েছে। তার মধ্যে অন্যতম হল মাথায় যন্ত্রণা এবং পেশির ব্যথা। এখনও পর্যন্ত যাঁরা পজিটিভ হয়েছেন তাঁদের মধ্যে ৫৮ শতীংশের ক্ষেত্রেই এই সমস্যা দেখা দিয়েছে

1 / 5
ক্রমেই বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০০ ছুঁই ছুঁই। বড়দিনের বাঁধন-হারা আনন্দে যে ভাবে মেতেছেন মানুষ তাতে আরও বেশি আশঙ্কার প্রহর গুনছেন চিকিৎসকরা। ওমিক্রন খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে। ডেল্টার তুলনায় তিনগুণ বেশিতে ছড়াচ্ছে ওমিক্রন। ২৪ নভেম্বর প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে দক্ষিণ আফ্রিকাতে। এরপরই ২৬ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট হিসেবেই চিহ্নিত করেন।

ক্রমেই বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা। ভারতে আক্রান্তের সংখ্যা প্রায় ৬০০ ছুঁই ছুঁই। বড়দিনের বাঁধন-হারা আনন্দে যে ভাবে মেতেছেন মানুষ তাতে আরও বেশি আশঙ্কার প্রহর গুনছেন চিকিৎসকরা। ওমিক্রন খুব দ্রুতই ছড়িয়ে পড়ছে। ডেল্টার তুলনায় তিনগুণ বেশিতে ছড়াচ্ছে ওমিক্রন। ২৪ নভেম্বর প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মেলে দক্ষিণ আফ্রিকাতে। এরপরই ২৬ নভেম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই ভাইরাসটিকে করোনার নতুন ভ্যারিয়েন্ট হিসেবেই চিহ্নিত করেন।

2 / 5
ওমিক্রন যে খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইংল্যান্ডে। তবে এমিক্রনের লক্ষণ কিন্তু সাধারণ সর্দি-কাশির মতোই। ঠান্ডা লাগা, নাক দিয়ে জল পড়া, ক্লান্তি এসবই কিন্তু ওমিক্রনের প্রাথমিক লক্ষণ। এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্তরা বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। সেই সঙ্গে খুব গুরুতর কোনও সমস্যাও হচ্ছে এমনটাও নয়।

ওমিক্রন যে খুব তাড়াতাড়ি ছড়াচ্ছে এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি ইংল্যান্ডে। তবে এমিক্রনের লক্ষণ কিন্তু সাধারণ সর্দি-কাশির মতোই। ঠান্ডা লাগা, নাক দিয়ে জল পড়া, ক্লান্তি এসবই কিন্তু ওমিক্রনের প্রাথমিক লক্ষণ। এখনও পর্যন্ত ওমিক্রন আক্রান্তরা বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। সেই সঙ্গে খুব গুরুতর কোনও সমস্যাও হচ্ছে এমনটাও নয়।

3 / 5
বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনের অন্যতম লক্ষণ হল কফ। যাঁদের ভ্যাকসিনের দুটো ডোজ সম্পূর্ণ হয়ে গিয়েছে তাঁরা যখন ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন তাঁদের মধ্যে কফের সমস্যা থাকছে বেশি। এছাড়াও নাক দিয়ে ক্রমাগত জল পড়াও কিন্তু ওমিক্রনের লক্ষণ। শীতকালে ঠান্ডা লাগলেই এই সব সমস্যা আসে। কিন্তু টানা নাক দিয়ে জল পড়লে চিকিৎসকের পরামর্শ নিন।

বিশেষজ্ঞদের মতে, ওমিক্রনের অন্যতম লক্ষণ হল কফ। যাঁদের ভ্যাকসিনের দুটো ডোজ সম্পূর্ণ হয়ে গিয়েছে তাঁরা যখন ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন তাঁদের মধ্যে কফের সমস্যা থাকছে বেশি। এছাড়াও নাক দিয়ে ক্রমাগত জল পড়াও কিন্তু ওমিক্রনের লক্ষণ। শীতকালে ঠান্ডা লাগলেই এই সব সমস্যা আসে। কিন্তু টানা নাক দিয়ে জল পড়লে চিকিৎসকের পরামর্শ নিন।

4 / 5
যাঁরা ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন তাঁদের অনেকের মধ্যেই ক্লান্তির কথা বলছেন। ডেল্টার সময়ও ছিল এই ক্লান্তি। যাঁরা ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন তাঁদের মধ্যেও থাকছে এই অসম্ভব ক্লান্তি। যদি ঠান্ডা লাগার সঙ্গে থাকে ক্লান্তি তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

যাঁরা ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন তাঁদের অনেকের মধ্যেই ক্লান্তির কথা বলছেন। ডেল্টার সময়ও ছিল এই ক্লান্তি। যাঁরা ওমিক্রনে আক্রান্ত হচ্ছেন তাঁদের মধ্যেও থাকছে এই অসম্ভব ক্লান্তি। যদি ঠান্ডা লাগার সঙ্গে থাকে ক্লান্তি তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

5 / 5
ঠান্ডায় গলা ব্যথাও খুব সাধারণ লক্ষণ। জ্বর-সর্দির সঙ্গে গলা ব্যথা থাকলেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। গলায় সমস্যা, গলা ব্যথা, খুশখুশে কাশি এসব যদি টানা কয়েকদিন থেকে যায় তাহলে আগে থেকেই সাবধান হন। সঙ্গে যদি পেশির ব্যথা আর জ্বর থাকে তাহলে কিন্তু আগে থেকেই সতর্ক হন। নিজেকে অন্যদের থেকে আইসোলেট করুন।

ঠান্ডায় গলা ব্যথাও খুব সাধারণ লক্ষণ। জ্বর-সর্দির সঙ্গে গলা ব্যথা থাকলেও কিন্তু চিকিৎসকের পরামর্শ নিতে ভুলবেন না। গলায় সমস্যা, গলা ব্যথা, খুশখুশে কাশি এসব যদি টানা কয়েকদিন থেকে যায় তাহলে আগে থেকেই সাবধান হন। সঙ্গে যদি পেশির ব্যথা আর জ্বর থাকে তাহলে কিন্তু আগে থেকেই সতর্ক হন। নিজেকে অন্যদের থেকে আইসোলেট করুন।

Next Photo Gallery