ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সারা বিশ্ব। সঙ্গে করোনার আতঙ্ক (COVID 19 Fear) কাটিয়ে অনেকটাই সামলে নিয়েছে দেশ। তবুও কোভিড টিকাকরণ কর্মসূচিকে হালকা ভাবতে রাজি নয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Health Dept)। তাই মার্চ মাসে ১৬ তারিখ থেকে ১২-১৪ বছরের কিশোর-কিশোরীদের করোনার টিকার (COVID vaccination) আওতায় এনে নয়া পদক্ষেপ নিয়েছে সরকার।
প্রসঙ্গত বছরের শুরুতেই ১৫-১৮ বছর বয়সিদের কোভিড ভ্যাকসিনের আওতায় আনা হয়েছিল। চিকিত্সক বিজ্ঞান সংস্থাগুলির সঙ্গে আলোচনা সেরেই ভারতে ১২-১৩ বছর ও ১৩-১৪ বছর বয়সিদের জন্য কোভিড টিকা শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। এই পর্যায়ে মোট নয়টি কোভিড জ্যাবসের জন্য় ডিজিসিআই দ্বারা অনুমোদিত করা হয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য হল, ১২-১৪ বছর বয়সি শিশুদের জন্য সর্বশেষ টিকা হল Corbevax। ইতোমধ্যে নাজাল ভ্যাকসিনের চাহিদা বাড়তে শুরু করলে আগামী জুনে মধ্যে বাজার আনার প্রচেষ্টা চালাচ্ছে বারত বায়োটেক সংস্থা।
ভ্যাকসিন কর্মসূচি চলাকালীন আবার গুজব উঠেছে যে ভারতে শীঘ্রই বুস্টার ডোজের মিক্স অ্যান্ড ম্যাচ পদ্ধতি আসতে চলেছে। প্রাপ্তবয়স্কদের প্রায় ৯০ শতাংশেক অন্তত প্রথম কোভিড ১৯ ডোজ দেওয়া সম্ভব হয়েছে বলে জানা গিয়েছে।
ভারতের ইমিউনাইজেশন ড্রাইভের ক্যাটাগরি-ভিত্তিক টিকার অবস্থা ৬৭.৬ লক্ষ কোভিড ভ্যাকসিন ডোজ ইতিমধ্যে ১২-১৪ বছর বয়সি শিশুদের দেওয়া হয়েছে। CoWIN ড্যাশবোর্ড অনুসারে, ১৬ মার্ট থেকে শুরু করে এখনও পর্যন্ত প্রায় ৬৭.৬ লক্ষেরও বেশি কোভিড ভ্যাকসিন শিশুদের দেওয়া হয়েছে। আগামী দিনে, এই বয়সের ৭.১১ কোটি শিশুকে টিকা দেওয়া হবে বলে আশা প্রকাশ করেছে স্বাস্থ্য মন্ত্রক।
২১ মার্চ , কেন্দ্রকে ১২ বছরের কম বয়সি শিশুদের জন্য কোভিড-১৯ টিকা সংক্রান্ত একটি স্ট্যাটাস রিপোর্ট দাখিল করার নির্দেশ দিয়েছে নয়া দিল্লির হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বিপিন সাঙ্ঘী ও বিচারপতি নবীন চাওলার একটি বেঞ্চ জানিয়েছে, স্ট্যাটাস রিপোর্টটি তিন সপ্তাহের মধ্যে দাখিল করা হবে। ১২ মে পরবর্তী শুনানির জন্য বিষয়টি তালিকাভুক্ত করা হবে। Corbevax হল দেশের প্রথম দেশীয়ভাবে তৈরি রিসেপ্টর-বাইন্ডিং ডোমেন (RBD) প্রোটিন সাবুনিট ভ্যাকসিন।
চলতি বছরের ৩ জানুয়ারি থেকে ১৫-১৮ বছর বয়সি শিশুদের ৯.২৭ কোটি কোভ্যাকসিন ডোজ দেওয়া হয়েছে। এ থেকে বোঝা গিয়েছে, প্রায় ৭.৪ কোটি জনসংখ্যা এই বিভাগে টিকা দেওয়ার জন্য যোগ্য। যদিও ৭৫ শতাংশ তাদের প্রথম ডোজ পেয়েছে। বাকি ২৫ শতাংশ এখনও কোনও ভ্যাকসিনের ডোজ নেয়নি। বিশেষজ্ঞদের মতে, এই ভ্যাকসিন নিয়ে দ্বিধাদ্বন্দ্বের কারণে হতে পারে আউট অফ সাইট, আউট অফ মাইন্ড সিন্ড্রোম।
২০২২ সালের ১০ জানুয়ারি পর্যন্ত, ২.০৮ কোটিরও বেশি যোগ্য জনসমখ্যাকে প্রিকশন ডোজ দেওয়া হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই ভারত স্বাস্থ্যসেবা ও ফ্রন্টলাইন কর্মীদের ও ৬০ বছরের বেশি বয়সি আরও ১০ মিলিয়ন মানুষ বুস্টার ডোজ পেয়েছেন। সম্প্রতি বুস্টার ডোজ গ্রহণের জন্য একটি মাপকাঠি হিসাবে কমরবিডিটি অপসারণ করেছে সরকার।
ফরিদাবাদের ফোর্টিস এসক্রটস হাসপাতালের পালমোনোলজি , সিনিয়র কনসালটেন্ট ড রবি শেখএর ঝা জানিয়েছেন, ‘আমি একমত যে বুস্টার ডোজ কভারেজ আজকাল তুলনামূলকভাবে কম। প্রধান কারণ লক্ষ্য করা গিয়েছে যে যখন টিকা দেওয়ার কর্মসূচি শুরু হয়েছিল, তখন কোভিড কেস বাড়ছিল এবং বাইরে বের হওয়ার প্রবণতা তৈরি হয়েছিল। নিজেদের রক্ষা করতে ও নিরাপদে থাকতে ভ্য়াকসিনকে প্রয়োজনীয়তা বলে মনে করেছিল।কিন্তু বর্তমানে কোভিড আক্রান্তের সংখ্যা মতে থাকায় মানুষ প্রিকশন ডোজগুলিতেও তেমন গুরুত্বের সঙ্গে আগ্রহ দেখাচ্ছেন না। আরও একটি কারণ রয়েছে, এই অতিরিক্ত ডোজগুলির বিজ্ঞাপনের সংখ্যাও কমে গিয়েছে এবং তাই কম টিকা নিচ্ছেন।’
এই প্রসঙ্গে তিনি একটি নির্দেশিকা অনুসারে জানিয়েছেন, প্রিকশন ডোজ শুধুমাত্র ২য় কোভিড ভ্যাকসিন ডোজের ৬ মাস পরে পাওয়া যেতে পারে। যদি আপনি পজিটিভ রয়েছে কিনা পরীক্ষা করেন, তাহলে তা ৯০দিন পর করুন। এছাড়া ধীর গতিতে টিকা দেওয়ার হারেরও একটি কারণ রয়েছে। এর পিছনে রয়েছে ২য় ও ৩য় তরঙ্গের কারণ। এই তরঙ্গের সময় বহু মানুষ কোভিডের নয়া ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন।
আরও পড়ুন: Summer Food For Pets: এই গরমে আপনার পোষ্যও থাকুক ‘কুল’! ডায়েটে রাখুন এই ‘বিশেষ’ খাবার