Skin Disease: বর্ষাকালে সামান্য চর্মরোগ হতে পারে মারাত্মক, এসব লক্ষণ দেখলে চিকিৎসা করান

Sukla Bhattacharjee |

Jul 04, 2024 | 11:49 PM

Skin Disease: বর্ষায় অনেক রকম রোগের প্রকোপ বাড়ে। বিশেষত, মশাঘটিত রোগ ছাড়াও বর্ষায় ত্বকে সংক্রমণের আশঙ্কা থাকে। বৃষ্টির সময় পরিবেশে আর্দ্রতা বৃদ্ধি পায়, যার ফলে নানা সংক্রমণ হয়। এছাড়া দীর্ঘক্ষণ ভেজা কাপড় পরে থাকলে বা অতিরিক্ত ঘামলেও ত্বকে সংক্রমণ ঘটাতে পারে।

Skin Disease: বর্ষাকালে সামান্য চর্মরোগ হতে পারে মারাত্মক, এসব লক্ষণ দেখলে চিকিৎসা করান
ত্বক সংবেদনশীল হলে এবং অ্যালার্জির সমস্যা থাকলে কাঁঠাল খাওয়া এড়িয়ে চলুন। এটা খেলে ত্বকে ফুসকুড়ি, অ্যালার্জির সমস্যা হতে পারে

Follow Us

প্রচণ্ড গরম, দাবদাহ থেকে অবশেষে মুক্তি দিয়েছে বর্ষার বৃষ্টি। একদিকে স্বস্তি হলেও বর্ষায় অনেক রকম রোগের প্রকোপ বাড়ে। বিশেষত, মশাঘটিত রোগ ছাড়াও বর্ষায় ত্বকে সংক্রমণের আশঙ্কা থাকে। বৃষ্টির সময় পরিবেশে আর্দ্রতা বৃদ্ধি পায়, যার ফলে নানা সংক্রমণ হয়। এছাড়া দীর্ঘক্ষণ ভেজা কাপড় পরে থাকলে বা অতিরিক্ত ঘামলেও ত্বকে সংক্রমণ ঘটাতে পারে। ফলে এই সময়ে চর্মরোগের প্রকোপ বাড়ে।

বর্ষাকালে দীর্ঘক্ষণ পা ভেজা থাকে। ফলে ছত্রাক সংক্রমণ হয়। পায়ের ত্বকে চুলকানি ও জ্বালাপোড়া হয়। আঙ্গুলের মাঝে ফোসকা পড়া এবং পায়ের দুর্গন্ধের মতো সমস্যাও ছত্রাক সংক্রমণের কারণ। যাঁরা খেলাধূলা করেন, তাঁদের এই সমস্যা বেশি দেখা দেয়।

ছত্রাক সংক্রমণ

বিশেষজ্ঞের মতে, ছত্রাকের সংক্রমণের কারণে ত্বকে লালচে এবং চুলকানি দাগ হয়। এই সংক্রমণ শরীরের যে কোনও অংশে হতে পারে। একে রিং ওয়ার্মও বলা হয়। এর ফলে ত্বকে গোলাকার দাগ দেখা দেয়, যা ধীরে ধীরে বৃদ্ধি পায়। এই সংক্রমণ একজন থেকে অন্য ব্যক্তির মধ্যেও ঘটতে পারে। বর্ষাকালে ভেজা ও নোংরা কাপড় পরলে এই সংক্রমণের ঝুঁকি বাড়ে। এটা গোড়াতেই নির্মূল না করলে শরীরের বিভিন্ন অংশে শুরু হবে এবং পরবর্তীতে রোগ সারতে অনেক দেরি হবে।

এছাড়া ইস্ট ইনফেকশনও ছত্রাক-ঘটিত সংক্রমণ। যা সাধারণত বগল, কুঁচকি এবং মহিলাদের গোপনাঙ্গে ঘটে। বর্ষাকালে আর্দ্রতা বৃদ্ধির কারণে এই সংক্রমণ বেশি ছড়ায়। সংক্রমণের স্থানে চুলকানি ও জ্বালাপোড়া হয়।

কীভাবে রক্ষা পাবেন?

১) ভেজা জুতো পরবেন না।

২) হেয়ারব্রাশ, মোজা বা তোয়ালে শেয়ার করবেন না।

৩) প্রতিদিন পরিষ্কার মোজা পরুন।

৪) চুল ভালো করে শ্যাম্পু করে শুকিয়ে নিন।

৫) ঢিলেঢালা পোশাক পরুন।

Next Article