AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paracetamol Side Effects: হার্ট অ্যাটাক চান? তাহলে ঘন ঘন প্যারাসিটামল খান! বিশ্বাস না হলে দেখে নিন এই গবেষণা

Paracetamol Side Effects: ৬৫ বছর হয়ে গেলে এই ঘন ঘন প্যারাসিটামল খাওয়ার ফলে বাড়ছে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল, হার্ট এবং কিডনি সম্পর্কিত জটিলতাও।

Paracetamol Side Effects: হার্ট অ্যাটাক চান? তাহলে ঘন ঘন প্যারাসিটামল খান! বিশ্বাস না হলে দেখে নিন এই গবেষণা
Image Credit: Peter Dazeley
| Updated on: Dec 17, 2024 | 6:44 PM
Share

শরীরটা ম্যাজম্যাজ করছে, জ্বর জ্বর ভাব একটা প্যারাসিটামল খেয়ে নিলেন, হাতে-পায়ে বা গায়ে ব্যথা হয়েছে একটা প্যারাসিটামল খেয়ে নিলেন, জ্বর হলে তো প্যারাসিটামল খেতেই হবে। কথায় প্যারাসিটামল খেয়ে নেন এমন ভারতীয়র সংখ্যা নেহাত কম নয়। তবে জানেন কি এতেই কিন্তু বাড়ছে বড় বিপদ। গবেষণা বলছে, ঘন ঘন প্যারাসিটামল খাওয়ার কারণেই গ্যাস্ট্রোইনটেস্টাইনাল, হার্ট এবং কিডনির অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে। ৬৫ বছর হয়ে গেলে এই ঘন ঘন প্যারাসিটামল খাওয়ার ফলে বাড়ছে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল, হার্ট এবং কিডনি সম্পর্কিত জটিলতাও।

হালকা থেকে মাঝারি জ্বর, অস্টিওআর্থারাইটিসের ব্যথা, অনান্য কোনও কারনে আঘাত পেয়ে যন্ত্রণা হলে, জয়েন্ট পেন, স্টিফনেস বা ফোলাভাব হলেও প্যারাসিটামল খাওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। এই সব রোগের ক্ষেত্রে প্যারাসিটামল ব্যবহার করে উপকার পাওয়া গিয়েছে। কিন্তু সম্প্রতি হওয়া একটি গবেষণা বলছে, ঘন ঘন প্যারাসিটামল খেলে তার নানা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বিশেষ করে গ্যাসট্রোজনিত সমস্যা যেমন আলসার বা রক্তপাতের ঝুঁকি বেড়ে যায়।

আমেরিকার নটিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষকদের করা একটি গবেষণায় দেখা গিয়েছে, ঘন ঘন প্যারাসিটামল খেলে পেপটিক আলসারের রক্তপাতের ঝুঁকি ২৪-৩৬% বেড়ে যায়। এর ফলে পাচনতন্ত্রের ভিতরে আলসারের কারণে রক্তপাত হয়। আবার লোয়ার গ্যাস্ট্রোইনটেস্টাইনালে রক্তপাতের ঝুঁকি বাড়ে।

এমনকি প্যারাসিটামল বেশি খেলে কিডনি রোগের ঝুঁকি ১৯ শতাংশ, হার্ট অ্যাটাকের ঝুঁকি ৯ শতাংশ এবং উচ্চ রক্তচাপের ঝুঁকি ৭ শতাংশ বেড়ে যেতে পারে।

উইইয়া ঝাং নটিংহাম বিশ্ববিদ্যাল গবেষক বলেন, “এতদিন নিম্ন পার্শ্ব প্রতিক্রিয়া এবং বেদনা নাশক হিসাবে প্রথমেই অস্টিওআর্থারাইটিসের রোগীদের প্যারাসিটামল দেওয়ার চল ছিল। কিন্তু এখন গবেষণায় দেখা গিয়েছে প্যারাসিটামলের বেদনা নাশক গুণ খুব বেশি নয়। অথচ অন্য পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে। তাই প্যারাসিটামল প্রেসক্রাইব করার ক্ষেত্রে সচেতন হতে হবে।”

সুতরাং কথায় প্যারাসিটামল না খাওয়াই ভাল। সমস্যা হলে প্রথমে চিকিৎসকের পরামর্শ নিন, তারপরে ওষুধ খান।