Health Tips: ওষুধ খেয়ে কমতে পারে ক্যানসার ও ডায়াবেটিস, প্রয়োজন নেই ইনজেকশনের, দাবি নতুন গবেষণার

TV9 Bangla Digital | Edited By: megha

Nov 13, 2022 | 9:23 AM

Cancer & Diabetes: ক্যানসার ও ডায়াবেটিস দুটোই খুব জটিল রোগ। এই দুটো রোগের মধ্যে যে কোনও একটি হলে শরীর ধীরে ধীরে কাহিল হতে থাকে।

Health Tips: ওষুধ খেয়ে কমতে পারে ক্যানসার ও ডায়াবেটিস, প্রয়োজন নেই ইনজেকশনের, দাবি নতুন গবেষণার

Follow Us

ক্যানসার ও ডায়াবেটিস দুটোই খুব জটিল রোগ। এই দুটো রোগের মধ্যে যে কোনও একটি হলে শরীর ধীরে ধীরে কাহিল হতে থাকে। অবস্থার অবনতি মৃত্যু অবধি ডেকে আনে। এই পরিস্থিতিতে চিকিৎসাধীন থাকা ছাড়া কোনও উপায় নেই। বিভিন্ন ধরনের ওষুধ, ইনজেকশন, কেমোথেরাপি ইত্যাদির মাধ্যমে রোগীর চিকিৎসা করা হয়। যদিও ক্যানসার ডায়াবেটিসের চেয়ে অনেক জটিল রোগ। টাইপ-২ ডায়াবেটিসের পিছনে মানসিক চাপ ও লাইফস্টাইল দায়ী। আর ক্যানসারের পিছনে একাধিক কারণ থাকে। কিন্তু সাম্প্রতিক এক গবেষণা এই দুটোর রোগের চিকিৎসার ভোল পাল্টে দিয়েছে। কোনও রকম ইনজেকশনের ব্যবহার ছাড়াই শুধু ওষুধের মাধ্যমে ক্যানসার ও ডায়াবেটিসের চিকিৎসা করছেন মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

ক্যানসার ও ডায়াবেটিসের কিছু ওষুধ জলে দ্রবীভূত হয়, যা খাদ্য ও পানীয়ের মাধ্যমে খাওয়া সম্ভব। আলাদা করে ওই ওষুধ খাওয়া প্রয়োজন পড়ে না। রিভারসাইডের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা একটি রাসায়নিক ‘ট্যাগ’ তৈরি করেছেন যা এই ওষুধগুলিতে যোগ করা যেতে পারে। এই রাসায়নিক যৌগ অন্ত্রের মাধ্যমে রক্ত ​​​​সঞ্চালনে সাহায্য করে।

কোনও রকম ইনজেকশন বা মৌখিক ওষুধ ছাড়া কীভাবে ক্যানসার ও ডায়াবেটিসের চিকিৎসা সম্ভব তা নিয়ে প্রশ্ন রয়ে গিয়েছে। এই গবেষণার প্রধান ইউসিআর রসায়ন অধ্যাপক মিন জুই জানিয়েছেন, ওই রাসায়নিক যৌগ হল সামান্য পেপটাইড। এটা একটি প্রোটিন খণ্ডের অনুরূপ, যা ট্যাগ তৈরি করে। যেহেতু এগুলো তুলনামূলকভাবে ছোট অণু, তাই এটা রাসায়নিকভাবে তাদের ফার্মাসিউটিক্যালস বা অন্যান্য অণুর সঙ্গে যুক্ত করা যেতে পারে। পাশাপাশি এগুলো ওষুধ আকারে খাওয়া যেতে পারে। মিন জুই বলেন, “আমরা আশা করিনি যে এই পেপটাইডটি কোষে প্রবেশ করবে। এটা আমাদের অবাক করে দিয়েছে।”

এই ধরনের কোনও ট্যাগ যে সত্যি তৈরি করা সম্ভব হবে তা ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরাও ভাববেননি। যেহেতু এই ট্যাগগুলো নেতিবাচক চার্জযুক্ত কোষগুলিতে গ্রহণ করার জন্য ইতিবাচক চার্জ বহন করে। সাউদার্ন ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কেক স্কুল অফ মেডিসিনে কাই চেনের গ্রুপের সঙ্গে জোট বেঁধে এই গবেষণা করে। এই গবেষণায় ইঁদুরকে পেপটাইড খাওয়ানো হয়। সেখানেই দেখা গিয়েছে, পেপটাইড রক্ত চলাচলের ক্ষমতাকে উন্নত করে।

তবে এটা নিয়ে এখনও অনেক গবেষণার প্রয়োজন রয়েছে। টাইপ-২ ডায়াবেটিসের মতো রোগ এড়াতে গেলে আপনাকে লাইফস্টাইল পরিবর্তন করতেই হবে। স্বাস্থ্যকর লাইফস্টাইল টাইপ-২ ডায়াবেটিস এবং ক্যানসারের ঝুঁকি কমিয়ে দেয়। যদিও ক্যানসারের কোষ গঠনে ঠিক কোন কোন কারণগুলো দায়ী তা আজও সম্পূর্ণভাবে জানা যায়নি। তবে লাইফস্টাইল মেনে চললে একাধিক রোগ এড়ানো যায়।

Next Article