Health Tips: বর্ষাকালে এই আমিষ খাবার খাবেন না, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে

Sukla Bhattacharjee |

Jul 05, 2024 | 12:03 AM

Non-Veg Food: বর্ষাকাল এলে অনেকেরই মনে হয় মশলাদার খাবার খাবেন। চায়ের সঙ্গে ভেজ পাকোড়া হোক বা মাংস, মাছের বিভিন্ন পদ। তবে ভাল লাগলেও এই সময়ে আমাদের কিছু খাবার এড়িয়ে চলা উচিত। বিশেষত, আমিষ জাতীয় খাবারের মধ্যে কিছু খাবার খাওয়া উচিত নয়। কারণ এই সব প্রাণীজ খাবার থেকে বিভিন্ন ধরনের সংক্রমণ ও রোগের ঝুঁকি বেড়ে যায়।

Health Tips: বর্ষাকালে এই আমিষ খাবার খাবেন না, স্বাস্থ্যের ক্ষতি হতে পারে
প্রতীকী ছবি।

Follow Us

প্রচণ্ড গরমের পর স্বস্তি নিয়ে আসে বৃষ্টি। তাই বর্ষাকাল এলে অনেকেরই মনে হয় মশলাদার খাবার খাবেন। চায়ের সঙ্গে ভেজ পাকোড়া হোক বা মাংস, মাছের বিভিন্ন পদ। তবে ভাল লাগলেও এই সময়ে আমাদের কিছু খাবার এড়িয়ে চলা উচিত। বিশেষত, আমিষ জাতীয় খাবারের মধ্যে কিছু খাবার খাওয়া উচিত নয়। কারণ এই সব প্রাণীজ খাবার থেকে বিভিন্ন ধরনের সংক্রমণ ও রোগের ঝুঁকি বেড়ে যায়। এই খাবার কোনগুলো জেনে নিন

ডিম- ডিমে সালমোনেলা ব্যাকটেরিয়া পাওয়া যায়। আর বর্ষায় ব্যাকটেরিয়ার সংক্রমণের ঝুঁকি থাকে। তাই ডিম খাওয়া এড়িয়ে চলতে হবে। মূলত, এই ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে বাঁচতে কম সেদ্ধ বা কাঁচা ডিম খাবেন না। এছাড়া এই কাঁচা ডিম থেকে তৈরি মেয়োনিজ থেকে দূরে থাকুন। আবার এই মরশুমে সঠিকভাবে ডিম সংরক্ষণ না করলে দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।

রেড মিট- বর্ষাকালে রেড মিট, যেমন ভেড়ার মাংস, গরুর মাংস, শূকরের মাংস খাওয়া এড়িয়ে চলা উচিত। এই সময়ে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি থাকে। আর এই সব পশুর দেহে ব্যাকটেরিয়া সংক্রমিত হতে পারে। তাই বর্ষাকালে রেড মিট খাওয়া এড়িয়ে চলুন। এছাড়া প্যাকেজড মাংস খাওয়া থেকেও দূরে থাকুন।

সামুদ্রিক খাবার- বর্ষাকালে সামুদ্রিক খাবার, বিশেষ করে চিংড়ি, ঝিনুক এবং হ্যাম খাওয়া কম করুন। কারণ শেলফিশ ফিল্টার ফিডার এবং দূষিত জল থেকে ব্যাকটেরিয়া এবং টক্সিন জমা করে, যা বর্ষাকালে বেশি দেখা যায়। এমন পরিস্থিতিতে দূষিত সামুদ্রিক খাবার খেলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল রোগ-সহ বিভিন্ন সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

Next Article