Infertility: এই ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব গ্রাস করে নারীকে

Jun 21, 2024 | 6:32 PM

Vitamin-D Deficiency: শরীরে ক্যালসিয়ামের শোষণ এই ভিটামিনের উপর নির্ভর করে। এর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা, হৃদযন্ত্রের স্বাস্থ্য, হজমেও রয়েছে ভিটামিন ডি-এর প্রভাব। এই ভিটামিনের অভাব হলে তাঁর প্রভাব পড়তে পারে প্রজননেও।

Infertility: এই ভিটামিনের অভাবে বন্ধ্যাত্ব গ্রাস করে নারীকে
প্রতীকী ছবি

Follow Us

ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি ভিটামিন। হাড়ের বৃদ্ধির জন্য এই ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। শরীরে ক্যালসিয়ামের শোষণ এই ভিটামিনের উপর নির্ভর করে। এর পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা, হৃদযন্ত্রের স্বাস্থ্য, হজমেও রয়েছে ভিটামিন ডি-এর প্রভাব। এই ভিটামিনের অভাব হলে তাঁর প্রভাব পড়তে পারে প্রজননেও। এই ভিটামিনেরক অভাব বন্ধ্যাত্ব ডেকে আনতে পারে বলেও জানাচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

ভিটামিন ডি-এর সঙ্গে ফার্টিলিটি বা প্রজননের বিষয়টি কীভাবে জড়িয়ে তা জানিয়েছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক। তিনি জানিয়েছেন, ভিটামিন ডি প্রজননের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে। বিভিন্ন সমীক্ষায় দেখা গিয়েছে, ভিটামিন ডি-এর অভাব মহিলাদের গর্ভধারণের হার কমিয়ে দেয়। আইভিএফ-এর ক্ষেত্রে এই সমস্যা স্পষ্ট। ওই স্ত্রী রোগ বিশেষজ্ঞ জানাচ্ছেন, ভিটামিন ডি-এর মাত্রা যত বেশি হবে তত উচ্চ মানের ডিম্বাণু উৎপাদিত হবে। ডিম্বাণু এবং শুক্রাণুর নিষেকের পর ভ্রুণ যখন জরায়ুর গায়ে বসে, সেই প্রক্রিয়াতেও ভূমিকা রাখে ভিটামিন ডি। এই ভিটামিনের অভাবে এমব্রায়ো ইমপ্ল্যানটেশন ক্ষতিগ্রস্ত হয়। এই ভিটামিনের অভাবে ডিম্বাশয়ে ডিম্বাণুর পরিমাণও কমে যায়।

বিভিন্ন পরীক্ষায় উঠে এসেছে, যে সব মহিলার শরীরে ভিটামিন ডি-এর অভাব রয়েছে, গর্ভধারণের সময় তাঁর শরীরে জটিলতা কয়েকগুণ বেড়েছে। এমনকি দীর্ঘদিন ধরে ভিটামিন ডি-এর অভাব স্বাভাবিকভাবে সন্তানধারণে বাধার সৃষ্টিও করে। আইভিএফ-এর ক্ষেত্রে এই সমস্যা আরও বেড়ে যায়। অন্তঃসত্ত্বা মহিলার ভিটমিন ডি-এর অভাব থাকলে উচ্চ রক্তচাপ এবং মাতৃত্বকালীন ডায়াবেটিসের সমস্যা তৈরি হয় বলেও জানাচ্ছেন চিকিৎসকরা।

Next Article