চিকিৎসকদের কাছে রহস্যময় হয়ে উঠেছে কোভিড (Coronavirus)। সমগ্র বিশ্বজুড়েই দেখা যাচ্ছে অদ্ভুত ঘটনা। কোভিডে আক্রান্ত হওয়ার পর প্রথম কয়েকদিন রোগীর অসুখের উপসর্গের তেমন বাড়বাড়ন্ত লক্ষ করা যাচ্ছে না। তারপর হঠাৎ করেই যেন একটা ঝড় এসে তছনছ করে দিচ্ছে সবকিছু। রোগীর শারীরিক পরিস্থিতির অবনতি ঘটছে দ্রুত। কেন এমন হচ্ছে? চিকিৎসকরা জানাচ্ছেন বহু রোগীর ক্ষেত্রেই দেখা যাচ্ছে ‘সাইটোকাইন স্টর্ম’ (Cytokine Storm) যা নষ্ট করছে একাধিক অঙ্গের কার্যক্ষমতা। এড়ানো যাচ্ছে না অকাল প্রাণহানি ( COVID deaths)।
কী এই সাইটোকাইন স্টর্ম (cytokine storm)?
সহজভাবে ভাবে বললে, আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতার দুটি স্তরে বিভক্ত। প্রাথমিক স্তরে থাকে ম্যাক্রোফাজ, ডেনড্রাইটিস সেল, ন্যাচারাল কিলার সেল ইত্যাদি। এরা সরাসরি শরীরে প্রবিষ্ট জীবাণুকে ধরে খেয়ে ফেলে। যে কোনও ভাইরাস প্রাথমিক স্তরের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে এড়িয়ে শরীরে প্রবেশ করতে পারলে, প্রথমেই সে বাসা বাঁধে কোষের অন্দরে। এরপর নিজের প্রতিলিপি তৈরি করতে শুরু করে। কোষের অন্দরে এমন বাইরের জীবাণু ঢুকলে তার খবর যায় শরীরের দ্বিতীয় স্তরের রোগ প্রতিরোধ ক্ষমতার কাছে। এই স্তরে থাকে বি সেল, সিডি৪ পজিটিভ সেল, সিডি৮ টি সেল, রেগুলেটরি টি সেল, ন্যাচারাল কিলার সেল ইত্যাদি। এরা চায় নানাভাবে জীবাণুকে গলিয়ে ধ্বংস করতে। এদের মধ্যে বি সেল তৈরি করে অ্যান্টিবডি। আর টি সেল তৈরি করে বিশেষ রাসায়নিক বা ‘সাইটোকাইন’। সাধারণত অ্যান্টিবডি এবং সাইটোকাইনের সাঁড়াশি আক্রমণে রোগজীবাণু পরাস্ত হয়। শরীর হয়ে ওঠে সুস্থ।
আরও জানুন: কোভিডের জন্য বেশি সাবধানে থাকুন সুগারের রোগীরা! কী করবেন এই পরিস্থিতিতে, জেনে নিন
প্রশ্ন হল অন্যান্য রোগজীবাণুর ক্ষেত্রে যেখানে রোগীর ভোগান্তি হলেও তিনি প্রাণে বেঁচে যাচ্ছেন সেখানে কোভিডের ক্ষেত্রে এত প্রাণহানি হচ্ছে কেন?
আরও জানুন: করোনাকালে ফুসফুস কতটা সুস্থ, ঘরে বসে বুঝবেন কীভাবে?
আরও জানুন: শ্বাসকষ্ট, কিডনির সমস্যা থেকে ডায়াবেটিস, সব নিয়ন্ত্রণ হবে আম পাতার গুণে!