Health Care: মাইগ্রেনের সমস্যা রয়েছে? লেবু নিয়ে এই ভুল করছেন না তো!
Migraines: লেবুর গন্ধে মাইগ্রেনের সমস্যা তৈরি হয়, প্রচণ্ড মাথা যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। লেবুর গন্ধে মাইগ্রেনের সমস্যা কি বেড়ে যায়? কেন এমনটা হয়, তা হয়তো অনেকেই জানেন না। কী বলছেন চিকিৎসক?

কথায় আছে, যাঁর জ্বালা সেই বোঝে! মাইগ্রেনের সমস্যা তেমনই। মাইগ্রেন থাকলে অস্থির পরিস্থিতি তৈরি হয়। তাঁর অবস্থা অন্য কারও পক্ষে হয়তো বোঝা সম্ভব তবে অনুভব করা নয়। অনেকে হয়তো জানেনই না তাঁর মাইগ্রেনের সমস্যা রয়েছে কি না। কিন্তু লেবুর গন্ধে মাইগ্রেনের সমস্যা তৈরি হয়, প্রচণ্ড মাথা যন্ত্রণায় কাতর হয়ে পড়েন। লেবুর গন্ধে মাইগ্রেনের সমস্যা কি বেড়ে যায়? কেন এমনটা হয়, তা হয়তো অনেকেই জানেন না। কী বলছেন চিকিৎসক?
মাইগ্রেন হল মস্তিষ্কের স্নায়ুজনিত একটি সমস্যা। তীব্র মাথা যন্ত্রণা, আলো এবং শব্দে সমস্যা তৈরি হওয়া, এমন উপসর্গ দেখা যায়। কিছু গন্ধ মাইগ্রেনের এই সমস্যাকে বাড়িয়ে তুলতে পারে। লেবুর মতো তীব্র গন্ধও তেমনই। এমন কোনও গন্ধে যদি মাথা যন্ত্রণা শুরু হয়, বিষয়টিকে একেবারেই হালকা নেবেন না।
প্রশ্ন উঠতেই পারে, গন্ধ কী ভাবে মাইগ্রেন বাড়িয়ে দেয়! ডাঃ কৃষ্ণ কুমারের মতে, নাকের মাধ্যমে ব্রেনে নানা সিগন্যাল যায়। কিছু গন্ধ যেমন- লেবু, পারফিউম, সিগারেটের ধোঁয়া, রং, পরিষ্কার করার নানা সরঞ্জামের গন্ধ অনেক সময়ই মস্তিষ্কে প্রভাব ফেলে।
হঠাৎ লেবুর গন্ধই কেন? লেবু সাইট্রাস ফল। যার গন্ধও তীব্র হয়। ভোলাটাইল কম্পাউন্ড প্রচুর পরিমাণে থাকে। যা দ্রুত নাকে আসার সঙ্গে সঙ্গে মস্তিষ্কে প্রভাব ফেলে। তবে সকলেরই যে লেবুর গন্ধে সমস্যা হবেই, এমনটাও নয়। অনেকের অন্য কোনও তীব্র গন্ধেও হতে পারে। মাইগ্রেনের সমস্যা থাকলে অবশ্য দৈনন্দিন জীবনে অনেক বেশি শৃঙ্খল হতে হবে।
বিধিবদ্ধ সতর্কীকরণ: এই প্রতিবেদনের উদ্দেশ্য শুধুমাত্র তথ্য জানানো। কোনও রকম সমস্যা কিংবা দ্বিধা থাকলে অবশ্যই বিশেষজ্ঞ অথবা চিকিৎসকের পরামর্শ নিন।
