Cancer Treatment: ক্যানসারের চিকিৎসার জন্য একজন পুষ্টিবিদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Sep 01, 2021 | 10:00 AM

পুষ্টিবিদ রোগীদের তাঁদের হাইড্রেশন, প্রোটিন এবং ক্যালোরির প্রয়োজনীয়তা পূরণ করতে সাহায্য করেন। এগুলি সঠিক রাখা তাঁদের চিকিৎসার জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। কারণ ক্যানসারের চিকিৎসায় শরীর খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়।

Cancer Treatment: ক্যানসারের চিকিৎসার জন্য একজন পুষ্টিবিদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ?

Follow Us

পুষ্টি ক্যানসারের চিকিৎসার একটি গুরুত্বপূর্ণ উপাদান যা আমরা প্রায়ই অবহেলা করে থাকি। ক্যানসার রোগীদের জন্য, একটি ভাল খাবার বিশেষভাবে গুরুত্বপূর্ণ। আপনার শরীরের কিছু খাবার থেকে পুষ্টি গ্রহণ এবং তার ব্যবহার করার ক্ষমতা ক্যানসার এবং এর থেরাপিকে গভীরভাবে প্রভাবিত করতে পারে।

ক্যানসার রোগীরা পুষ্টি থেকে উপকৃত হতে পারেন কারণ এটি ওজন ব্যবস্থাপনায় বিশেষ সাহায্য করতে পারে। সুস্থ দেহের টিস্যু বজায় রাখতে পারে, শক্তি বজায় রাখতে পারে, শক্তির মাত্রার ভারসাম্য রাখতে এবং সর্বোপরি ক্যান্সার থেরাপি চলাকালীন আপনার শরীরকে শক্ত সামর্থ্য রাখতে পুষ্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়।

ডায়েটিশিয়ানরা ক্যানসার রোগীদের স্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন অনকোলজি পুষ্টিবিদ, রোগীর এবং তাঁর চিকিৎসার দলের মধ্যে একটি যোগসূত্র হিসেবে কাজ করেন। উন্নত ক্লিনিকাল ফলাফলের জন্য সঠিক পুষ্টি অনেক দিক দিয়ে সাহায্য করে। একজন অনকোলজি পুষ্টিবিদের কাজ হল রোগীদের অসুবিধা সমাধানে সাহায্য করা। রোগী যখন অস্থির অবস্থায় থাকেন তখন কীভাবে কোন খাবার খাওয়ানো যায় বা খাদ্যাভ্যাস কমে গেলে সে সম্পর্কে টিপস দেওয়া থেকে শুরু করে খাদ্যের সঠিক নির্বাচন পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে তাঁর প্রয়োজন হয়।

একজন অনকোলজি পুষ্টিবিদ রোগীদের তাঁদের পরিবারের সদস্যদের এবং তত্ত্বাবধায়কদের খাবার গ্রহণের সময় এবং পরিমাণ, চিকিৎসা অবস্থার সঙ্গে তাল মিলিয়ে ভাল এবং খারাপ খাবারের শ্রেণিবিন্যাস বুঝিয়ে দেন। দৈনন্দিন খাদ্যাভ্যাসের সঙ্গে কোন সময় কোন ওষুধগুলি রোগীকে খেতে হবে সেগুলিই বলে দেন। 

কেমোথেরাপি, ইমিউনোথেরাপি, রেডিয়েশন, হরমোন থেরাপি এবং সার্জারি ক্যানসারের এই কয়েকটি চিকিৎসাই এখন করা হয়ে থাকে। এই সমস্ত চিকিৎসার পার্শ্বপ্রতিক্রিয়া দৈনন্দিন খাবারের পরিমাণ প্রভূত পরিমাণে কমিয়ে দিতে পারে। সেক্ষেত্রে সঠিক খাদ্য থেরাপির প্রয়োজন হয় যা এই পুষ্টিবিদ যোগান দিতে পারেন।

পুষ্টিবিদ রোগীর উপদেষ্টা হিসেবে কাজ করেন। পরিবারগুলি প্রায়শই বুঝতে পারে না যে তাদের প্রিয়জন কেন খেতে অস্বীকার করে, ফলস্বরূপ, সঠিক পুষ্টি সরবরাহ হয় না। পুষ্টিবিদ রোগীকে আশ্বস্ত করেন যে তিনি তাঁদের অসুবিধা সম্পর্কে সচেতন এবং তাঁদের উপসর্গ বা নির্দিষ্ট সমস্যার উপর নির্ভর করে আরও বেশি ক্যালোরি গ্রহণের জন্য সবচেয়ে সুবিধাজনক পদ্ধতিগুলিই তাঁদের গ্রহণ করতে বলছেন।

পুষ্টিবিদ রোগীদের তাঁদের হাইড্রেশন, প্রোটিন এবং ক্যালোরির প্রয়োজনীয়তা পূরণ করতে সাহায্য করেন। এগুলি সঠিক রাখা তাঁদের চিকিৎসার জন্য প্রচুর গুরুত্বপূর্ণ। কারণ ক্যানসারের চিকিৎসায় শরীর খুব বেশি পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়। পুষ্টিবিদদের লক্ষ্য হল চিকিৎসার কারণে আসা পার্শ্ব প্রতিক্রিয়ার পরিমাণ কমিয়ে আনা। এর পাশপাশি শরীরকে সব সময় সুস্থ রাখা যাতে চিকিৎসায় কোনোরকম বাধা না আসে এবং উপযুক্ত পুষ্টি থেরাপির মাধ্যমে রোগীর সার্বিক জীবনমান উন্নত করা।

আরও পড়ুন: এই ফল প্রতিদিন হাফ কাপ খেলে কোলেস্টেরল আর হৃদরোগের সম্ভাবনা কমে যাবে

Next Article