অনেকেই বেশ শৌখিনভাবে নিজের জীবনযাপন কাটাতে চান। উচ্চমানের , দামী ও অনন্য জিনিস দিয়ে নিজের কাছে রাখার চেষ্টা করেন। তা সে আরামদায়ক ও সমৃদ্ধ জীবনধারা পছন্দ করেন। সবচেয়ে সুন্দর ও সেরা জিনিসটি যাতে নিজের ঘরে সাজানো থাকে বা নিজের কাছে থাকে, সেই চেষ্টাই করে যান। সেই দামি জিনিস কিনতে লক্ষ লক্ষ টাকা ব্যয় করতেও পিছপা হোন না তাঁরা। ডিজাইনার পোশাক বা ব্য়য়বহুল কোনও স্মার্টফোন কেনাটা তাঁদের কাছে কোনও বড় ব্যাপার নয়। এতেই তাঁর মনের শান্তি। কিন্তু কোন কোন রাশির জাতক-জাতিকারা এমনটা করেন, তা জেনে নিন এখানে…
মিথুন রাশি
মিথুন রাশির একটি দামি বা শৌখিনতার স্বাদ রয়েছে মারাত্মক। তাই বেছে বেছে নেওয়া জিনিসগুলি দামি হলেও কুছ পরোয়া নয়। সেই সেরা জিনিসটি তাঁর চাই-ই। ডিজাইনার পোশাক থেকে শুরু করে নির্দিষ্ট ব্র্যান্ডের ওয়াইন, দামি ঘড়ি, ভিনটেজ নামি-দামী জিনিসপত্র কিনতে ভালোবাসেন এই রাশির জাতক-জাতিকারা। এই রাশির জাতকরা সবসময় চান যে সেরা জিনিস যেন তাঁদের কাছে থাকে। আর তার জন্য অর্থ ব্যয় করতে পিছপা হোন না। ক্রেডিট কার্ড দিয়ে সবকিছু পছন্দের জিনিসপত্র কিনে ফেলতে পারলে মনে-প্রাণে শান্তি পান। এমনকি বিদেশ থেকে অর্ডার দিয়েও সেই দামি ও শৌখিন জিনিস কিনতে পারেন এই রাশির জাতক-জাতিকারা।
বৃষ রাশি
এই রাশির জাতক-জাতিকারা কঠোর পরিশ্রম করতে সক্ষম। তাই জাতক-জাতিকারা যা পেতে চান, তা পেয়েই ছাড়েন। এক কথার মানুষ তাঁরা। পছন্দের ও মূল্যবান জিনিসপত্র খুঁজে পেতে যদি অনেকটা দেরি হয়ে যায়, তবুও অপেক্ষায় থাকেন। সেটি পাওয়ার জন্য সবরকম চেষ্টা করেন। ডিজাইনার পোশাকের লোভ যেমন রয়েছে, তেমনি ব্র্যান্ডের পোশাকের সম্ভার রয়েছে আলমারিতে। তার জন্য প্রচুর অর্থ ব্যয় করতেও রাজি। বাজারের সেরা জিনিসটি ঠিক খোঁজ করতে সময় নষ্ট করেন না। বিলাসী জীবনযাপন করতে কোনও রকম আপস করতে রাজি হন না এই রাশি জাতক-জাতিকারা।
কর্কট রাশি
অসামান্য শৌখিনতার স্বাদ রয়েছে এই রাশির জাতক-জাতিকারা। নিজের পছন্দের জিনিসপত্র বন্ধুদের না দেখানো পর্যন্ত স্বস্তি পান না। নিজের জিনিস নিজেই গুছিয়ে রাখতে ভালোবাসেন। তাই পছন্দের জিনিসগুলি যাতে অন্যদের থেকে আলাদা হোন, তার জন্য প্রচুর অর্থ ব্যয় করে সেই জিনিসপত্র কেনার চেষ্টা করেন। মেকআপ, জুতো বা বই, পোশাক-আশাক কোনওটাই সস্তার নয়। ভিনটেজ ক্যামেরা, বাড়ির বা ফ্ল্যাটের ডাইনিং সাজান দেখার মতো। স্মার্ট জিনিস কিনতেই বেশ পছন্দের, তবে নিজের জন্য নয়, অন্য়কে উপহার দেওয়ার জন্যও বেশ দামি জিনিসপত্র কিনতেই পছন্দ করেন এই রাশির জাতক-জাতিকারা। ব্র্যান্ড ছাড়া অন্য় কিছু চোখেই পড়েন না তাদের।
মীন রাশি
শৌখিন ও ব্র্যান্ডের ডিজাইনার আসবাবপত্র বা পোশাক কিনতে বেসি আগ্রহী। তার জন্য অর্থ বিনিয়োগ করতেও পিছপা হোন না। বৈদ্যুতিক গ্যাজেট ও প্রযুক্তির ব্যাপারে বেশি আকর্ষণ। তবে এই জিনিসগুলি কেনার আগে সতর্ক থাকুন। চামড়া জ্যাকেটের প্রতি আলাদাই মোহ রয়েছে আপনার। বিদেশে অর্ডার দিয়ে পোশাক বা পছন্দের জিনিস কিনতেও পারেন এনারা। অতিরিক্ত খরচ করে বিলাসী জীবনযাপন করতে বেশি উত্সাহী। অন্যদের তুলনায় বেসি জমকালো ও বিলাসবহুল ছুটি কাটাতেও ভালোবাসেন। তাই সব বিষয়েই রাজকীয়তা বজায় রাখার চেষ্টা করেন। বন্ধু-বান্ধবদের নিয়ে সময় কাটাতেও পছন্দ করেন জাতক-জাতিকারা।