বৈদিক সনাতন শাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময়ে নিজ ও অপর রাশি পরিবর্তন করে। এই রাশি বদলের জেরে বিশ্ব ও জাতক-জাতিকাদের জীবনে শুভ ও অশুভ প্রভাব ফেলে। বছরের শেষে অর্থাৎ ৩১ ডিসেম্বর, বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি বিপরীতমুখী থেকে সরাসরি যেতে চলেছে, তাতে সব রাশির জাতক-জাতিকাদের উপর প্রভাব পড়তে চলেছে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে তিনটি রাশির উপর বৃহস্পতির রাশির বদলের জের আছড়ে পড়বে। মনে করা হচ্ছে, এই তিন রাশির জাতক-জাতিকারা নতুন বছরের শুরুতে বিশেষ আশীর্বাদ পেতে চলেছে। কোন কোন ৩ রাশির জাতক-জাতিকারা কীভাবে ধন, যশ, সমৃদ্ধি ও ব্যবসায় সুখ পেতে চলেছেন, তা নিজের চোখেউ দেখে নিন। নিজের রাশি সেই তালিকায় রয়েছে কিনা তাও দেখে নিন।
মেষ রাশি
নতুন বছরে শুরুতেই, মেষ রাশির জাতক জাতিকারা বৃহস্পতির বিশেষ আশীর্বাদ পেতে চলেছেন। সমাজে সম্মান, আস্থা ও প্রতিপত্তি বাড়বে। বৃহস্পতির আরোহী ঘরে প্রবেশের কারণে অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। এমনকি বিয়ে পাকাও হয়ে যেতে পারে আপনার। অপ্রত্যাশিত অর্থলাভও হতে পারে বছরের শেষে। সম্পদ ও অর্থ সঞ্চয়ে সক্ষম হবেন। কর্মরতরা কাজের ক্ষেত্রে অনেক নতুন সুযোগ পাবেন।
সিংহ রাশি
২০২৪ সালে সিংহ রাশির জাতক-জাতিকারা কর্মজীবন ও ব্যবসা, উভয় ক্ষেত্রেই সাফল্য পেতে চলেছেন। বৃহস্পতি গ্রহটি সরাসরি ভাগ্যে থাকবে, তাই এই জাতকের ভাগ্য সহায় থাকবে। আয়ের উৎস নিজ নিজ ক্ষেত্রেই তৈরি হবে। ভ্রমণের সম্ভাবনা রয়েছে । সন্তানদের কাছ থেকে সুখবর পেতে পারেন। গবেষণা ক্ষেত্রে জড়িত ব্যক্তিদের জন্য নতুন বছর আরও ভাল হতে চলেছে।
ধনু রাশি
২০২৪ সালে, ধনু রাশির জাতক-জাতিকাদের জন্য উন্নতির সব পথ খুলে যেতে চলেছে। প্রেমের সম্পর্ক থাকলে এ বছর বিয়ে পাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই রাশির জাতকরা গাড়ি বা বাড়ি বা জমি কিনতে পারেন। এই রাশির জাতক-জাতিকারা কিছু বিলাসবহুল জিনিস কিনতে পারেন।