Bhai Phota 2023: যমকে তাড়াতে কপালে ফোঁটা দিন রাশি মিলিয়ে, দীর্ঘায়ু হবেন আপনার দাদা-ভাই

Zodiac Signs: টানা পাঁচ দিন চলা দীপাবলি উত্‍সবের শেষদিনেই পালিত হয় এই ভাইদুজ বা ভাইফোঁটা। সারা দেশজুড়েই এই সম্প্রীতির উত্‍সব ধুমধাম করে পালিত হয়। দীপাবলির দুদিন পর ভাইয়ের কপালে চন্দনের তিলক লাগিয়ে মঙ্গলকামনা করে থাকেন দিদি-বোনেরা।

Bhai Phota 2023: যমকে তাড়াতে কপালে ফোঁটা দিন রাশি মিলিয়ে, দীর্ঘায়ু হবেন আপনার দাদা-ভাই
Follow Us:
| Edited By: | Updated on: Nov 14, 2023 | 4:37 PM

বাঙালির এক চিরন্তন সম্প্রীতির উত্‍সব হল এই ভাইফোঁটা (Bhai Phota 2023)। কেউ কেউ ভ্রাতৃদ্বিতীয়া, আবার কেউ কেউ যমদ্বিতীয়া বলে অভিহিত করেন। হিন্দু ক্যালেন্ডার (Hindu Calender) অনুসারে, প্রতি বছর কার্তিক মাসের শুক্ল দ্বিতীয়া তিথিতে পালিত হয় ভাইফোঁটা বা ভাই দুজ (Bhai Dooj 2023)। টানা পাঁচ দিন চলা দীপাবলি উত্‍সবের শেষদিনেই পালিত হয় এই ভাইদুজ বা ভাইফোঁটা। সারা দেশজুড়েই এই সম্প্রীতির উত্‍সব ধুমধাম করে পালিত হয়। দীপাবলির দুদিন পর ভাইয়ের কপালে চন্দনের তিলক লাগিয়ে মঙ্গলকামনা করে থাকেন দিদি-বোনেরা।

অটুট প্রেম, পবিত্র সম্পর্ক ও আস্থার বন্ধনের প্রতীক হল এই উৎসব। এবছর ভাইফোঁটা পালিত হবে আগামী ১৪ নভেম্বর, মঙ্গলবার। শুভ তিথি শুরু হচ্ছে বেলা ২টো ৩৬ মিনিটে। সমাপ্ত হবে পরের দিন, ১৫ নভেম্বর, বেলা ১টা ৪৭ মিনিটে। নিয়ম অনুসারে, ভাইফোঁটার দিন বোনেরা ভাইয়ের কপালে তিলক লাগিয়ে ভাইয়ের দীর্ঘায়ু কামনা করা হয়। বাংলায় এমনও রীতি রয়েছে. ভাই বোনের বাড়িতে গিয়ে খাবার খাওয়া।

রাশি মিলিয়ে ভাইয়ের কপালে দিন ফোঁটা…

মেষ রাশি: ভাইয়ের রাশি মেষ হলে তাকে কেশরের তিলক লাগান।

বৃষ রাশি: ভাইয়ের রাশি বৃষ হলে কেশরের রঙের সঙ্গে কিছু হলুদ মিশিয়ে তিলক লাগান।

মিথুন রাশি: ভাই বা দাদার রাশি মিথুন হলে লাল সিঁদুর দিয়ে তিলক দান করুন।

কর্কট রাশি: ভাই বা দাদার রাশি কর্কট হলে জাফরান রঙে কিছু হলুদ মিশিয়ে তিলক করুন।

সিংহ রাশি:  ভাই বা দাদার রাশি সিংহ হলে কেশরের তিলক লাগান।

কন্যা রাশি: ভাই বা দাদার রাশি কন্যা হলে লাল সিঁদুর দিয়ে তিলক কাটতে পারেন।

তুলা রাশি: ভাইয়ের রাশি তুলা হলে কেশরের সঙ্গে  কিছু হলুদ মিশিয়ে তিলক দান করুন।

বৃশ্চিক রাশি: ভাই বা দাদা বৃশ্চিক রাশির হলে কেশরের তিলক লাগান।

ধনু রাশি: ভাইয়ের রাশি ধনু হলে হলুদের তিলক লাগাতে পারেন।

মকর রাশি: ভাইয়ের রাশি মকর হলে, লাল সিঁদুর ও চন্দন মিশিয়ে তিলক দান করুন।

কুম্ভ রাশি:  ভাইয়ের রাশি যদি কুম্ভ হয়, তাহলে লাল সিঁদুর ও চন্দন মিশিয়ে তিলক লাগাতে পারেন।

মীন রাশি: ভাইয়ের রাশি যদি মীন হয়, তাহলে কপালে ও গায়ে হলুদের তিলক লাগাতে পারেন।