জ্যোতিষশাস্ত্র অনুসারে, আগামী ২০ ফেব্রুয়ারি হল চলতি মাসের সবচেয়ে উল্লেখযোগ্য একটি দিন। কারণ এদিনেই ঘটছে বুধাদিত্য রাজযোগ, আবার কুম্ভ রাশিতে বুধের গোচর। এখানেই শেষ নয়, এদিনেই আবার শনি ও বুধ একসঙ্গে মিলিত হতে চলেছে। একসঙ্গে সূর্য, শনি ও বুধ, একই অবস্থানে থাকায় প্রভাব পড়বে রাশিচক্রের উপরও। সবচেয়ে বেশি লাভবান হবেন ৫ রাশির জাতক-জাতিকারা। ফলে এই রাশির জাতক-জাতিকাদের কেরিয়ার, কর্মজীবন, শিক্ষা ও পারিবারিক ক্ষেত্রে অফুরন্ত সাফল্য ও উন্নতি বয়ে আসবে। সৌভাগ্যবান ৫ রাশিগুলির মধ্যে আপনার রাশি লিস্টে রয়েছে কিনা , তা দেখুন…
মেষ রাশি
কর্মজীবনের যদি বাধা বা সমস্যা থেকে থাকে. তা এবার কেটে যেতে পারে। কারণ বুধের গোচরের জেরে এই রাশির ভাগ্য এবার হিরের মতো চমকাতে শুরু করবে। এই সময়ে বুধ, সূর্য ও শনি একত্রে মিলিত হওয়ায় এই রাশির প্রচুর উপকার বয়ে আনবে। এই সময়ে সর্বদা খুশিতে থাকবেন। কর্মজীবনে যে পদোন্নতি পাবেন তাতে দারুণ খুশি হবেন আপনি। পৈতৃক সম্পত্তি থেকে বিপুল সুবিধা পেতে পারেন। পারিবারিক বিষয়েও সহায়তা পাবেন। সঙ্গীর সঙ্গে সম্পর্ক খুব মজবুত হবে। স্বাস্থ্যের দিক থেকেও দিনটি খুব ভাল যাবে। তবে কাশি এবং সর্দির মতো ছোটোখাটো সমস্যা দেখা দেবে। এছাড়া স্বাস্থ্য ও মন আপনার ফুরফুরেই থাকবে।
বৃষ রাশি
এই সময়ে এই রাশির জাতকদের জন্য উন্নতি ও সাফল্যের শিখরে থাকবেন আপনি। আয়ের উৎস বাড়বে। আর্থিক অবস্থা বেশ ভালো থাকবে। বুধের এই স্থানান্তর যে কোনও কাজে অগ্রগতি ও সাফল্য প্রদান করবে। এ সময় আপনার সব ইচ্ছাপূরণ হতে পারে। সঙ্গীর সঙ্গেও সম্পর্ক খুব মজবুত হবে। দুজনের মধ্যে প্রেম-ভালোবাসাও বজায় থাকবে।
মিথুন রাশি
এই রাশির জাতকদের জন্য এই সময় ভাগ্যের পক্ষে অনুকূল হতে চলেছে। দীর্ঘ দূরত্বের যাত্রায় যেতে হতে পারে আপনাকে। এই যাত্রা অপরিসীম সাফল্য এনে দিতে চলেছে। এছাড়াও, এই সময়ে কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল পেতে পারেন। স্বাস্থ্যও আপনার বেশ ভালোই যাবে। মানসিক চাপও থাকবে কম।
কর্কট রাশি
বুধ, সূর্য ও শনি একসঙ্গে মিলিত হওয়ায় এদিনটি বিশেষ হতে চলেছে। আর এই রাজযোগ ও গোচরের জেরে এই রাশির ভাগ্য বেশ উজ্জ্বল হয়ে উঠবে। পৈতৃক সম্পত্তি থেকেও সুবিধা পাবেন। এই সময়ে অর্থ উপার্জনের অনেক সুযোগ পাবেন। ব্যবসায়ীরাও ভাল লাভ পেতে পারেন। এই সময়ে প্রতিটি পদক্ষেপে আপনার স্ত্রীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন।
ধনু রাশি
বুধের গমনের জেরে এই রাশির ভাগ্যও চমকাবে সূর্যের মতো। প্রচুর সুবিধা এবং সাফল্য পাবেন এই সময়। চাকরিজীবীরা কর্মক্ষেত্রে সহকর্মীদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। আর্থিক দিক থেকে এই ট্রানজিট খুব ভালো হতে চলেছে। সঞ্চয়ও করতে পারবেন এই সময়। অর্থ বিনিয়োগের মাধ্যমে ভালো লাভ পেতে পারেন।