জ্যোতিষশাস্ত্র মতে, গ্রহরা যেমন রাশি বদল করে, তেমনি বিভিন্ন গ্রহের মিলনের ফলে শুভ ও অশুভ যোগ তৈরি হয়। আর সেই যোগের প্রভাব পড়ে রাশিচক্রের উপর। কেউ তার উপকার পান, কারওর জীবনে আবার নেমে আসে সমস্যার ঝড়। জ্যোতিষশাস্ত্রমতে, বুধ গ্রহ হল বাক, জ্ঞান, ব্যবসা, যুক্তি, বাণিজ্যের প্রতীক। আগামী ২০ ফেব্রুয়ারি, বুধ কুম্ভ রাশিতে প্রবেশ করছে। এই রাশিতে ইতোমধ্যেই সূর্যদেব অবস্থান করছে। একই রাশিতে সূর্য ও বুধের উপস্থিতির কারণে শক্তিশালী ও শুভ বুধাদিত্য রাজযোগ গঠিত হতে চলেছে। বুধাদিত্য রাজযোগ গঠনের সঙ্গে সঙ্গে বেশ কিছু রাশির জাতক-জাতিকার ভাগ্য চমকাবে হিরের মতো উজ্জ্বল হতে চলেছে। এই রাজযোগ কোন কোন রাশির ভাগ্য ফিরতে চলেছে, তা জেনে নিন একনজরে…
মেষ রাশি
বুধাদিত্য রাজযোগের কারণে মেষ রাশির জাতক-জাতিকারা অনেক সুবিধা পেতে চলেছেন। এই যোগের শুভ প্রভাবের জেরে আর্থিক লাভের পাশাপাশি সম্মান ও খ্যাতি পেতে পারেন আপনি। কর্মজীবনে অনেক উন্নতি করবেন। কাজে অগ্রগতির জন্য অনেক সুযোগ পাবেন। এই রাশির জাতক-জাতিকারা নিজ নিজ লক্ষ্য অর্জনের জন্য যথাসাধ্য পরিশ্রম করতে হতে পারে। চাকরি বা ব্যবসা করে থাকেন, তাহলে উপার্জন বা আয় বৃদ্ধি হতে পারে। এই রাশির জাতক-জাতিকারা কাজে বড় সাফল্য পেতে পারেন।
মিথুন রাশি
মিথুন রাশির জাতকদের জন্য বুধাদিত্য রাজযোগ খুব ভালো হতে চলেছে। এই যোগের শুভ প্রভাবে আপনি প্রচুর অর্থ লাভ করতে চলেছেন। ব্যবসায় কোনো বড় চুক্তি চূড়ান্ত করতে পারেন। আপনার সঙ্গীর সাথে আপনার সম্পর্ক খুব মজবুত হবে। আপনি আপনার কর্মজীবনে অনেক সাফল্য পাবেন। আপনার বাড়িতে সুখ আসবে। কর্মজীবনে পদোন্নতি পেতে পারেন। চাকরির সূত্রে বিদেশ সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়িক ক্ষেত্রে লাভ হবে।
কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের অধিপতি হল বুধ। বুধাদিত্য যোগের কারণে কন্যা রাশির জাতকদের ভাগ্য বেশ উজ্জ্বল হতে চলেছে। এই রাশির জাতকরা বাড়ি, জমি ও সম্পত্তিতে বিনিয়োগের ভাল সুযোগ পেতে পারেন। কর্মজীবনে বড় পদ পেতে পারেন আপনি। অর্থ উপার্জনের অনেক নতুন সুযোগ পাবেন এই সময়। আর্থিক অবস্থা আগের চেয়ে শক্তিশালী হবে। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হবে। দুজনের মধ্যে বোঝাপড়ার মাত্রা আরও বাড়তে পারে।
কুম্ভ রাশি
এই রাশিতেই আসলে বুধাদিত্য রাজযোগ গঠিত হচ্ছে। তাই এই রাশির জাতক জাতিকারা এই যোগের পূর্ণফল পেতে চলেছেন। ব্যবসায় ভালো লাভ হবে। এছাড়া এই সময় নতুন কাজ শুরু করতে পারেন। কঠোর পরিশ্রমের ফলে উচ্চ সাফল্য অর্জন করতেপারেন। যে কোনও কাজেই সফল হতে পারেন আপনি। এই শুভ রাজযোগের কারণে ইতিবাচক ফলাফল পেতে পারেন। এই রাশির জাতক-জাতিকাদের আয় অনেক বৃদ্ধি হতে পারে। জীবনে প্রেম আসবে। কর্মজীবনে কিছু সুখবর পেতে পারেন।