বৈদিক জ্যোতিষে ১২টি রাশি-মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন- এর ভবিষ্যদ্বাণী করা হয়। ২০২৩-এর মে মাস জুড়ে বিভিন্ন রাশির জীবনে নানা ওঠা-পড়া রয়েছে। ট্যারট কার্ড রিডিংয়ের মাধ্যমে আপনি জেনে নিতে পারেন যে, আপনার সঙ্গে আগামী দিনগুলো কী-কী হওয়ার সম্ভাবনা রয়েছে। জুন মাস আপনার কেমন কাটতে চলেছে, জানাচ্ছেন ট্যারট কার্ড রিডার সাঁঝবাতি রায়।
মেষ রাশি – মেষ রাশির জুন মাসে অনেক রকমের নতুন কাজের সুযোগ আসবে। নাম, যশ, প্রতিপত্তি থাকবে। মিডিয়া ফিল্ডে যাঁরা রয়েছেন তাঁদের জন্য এই মাসটা যথেষ্ট ভাল। কাছেপিঠে কোথাও ঘুরতে যেতে পারেন। প্রেমের ক্ষেত্রে সময়টা ভীষণ সুন্দর। জীবনে নতুন প্রেম আসতে পারে। চলতি প্রেমেও উন্নতি রয়েছে। বৈবাহিক জীবনে একটু কথা কাটাকাটি হলেও, সেটা মিটে যাবে। ট্রান্সফার হওয়ার সম্ভাবনা থাকছে। টাকা-পয়সা প্রথম দু’সপ্তাহে ঠিকভাবে চললেও, শেষে দুসপ্তাহে একটু বুঝেশুনে খরচ করতে হবে। টাকা-পয়সার টান থাকতে পারে সেই সময়। বন্ধুদের সঙ্গে কিছু সময় কাটাতে পারবেন।
বৃষ রাশি – বৃষরাশির এই মাসটা একটু টানাপোড়নের মধ্যে কাটবে। বাড়ির লোকের সঙ্গে একটু সমস্যা হতে পারে। প্রেমে একটুও সমস্যা আসতে পারে। মাস যত এগোবে সেই সমস্যা মিটে যাবে ধীরে-ধীরে। শ্বশুর বাড়ির লোকের সঙ্গেও একটু মতের অমিল হতে পারে। বৈবাহিক জীবন মোটামুটি ভালই কাটবে। ঘোরাফেরা, দূর ভ্রমণ থাকছে। তবে একটু সাবধানতার প্রয়োজন। কাজকর্মের জন্য প্রথম দুই সপ্তাহ একটু চাপের থাকবে। তারপর সপ্তাহে এগোলে কাজের চাপ হালকা হবে। নতুন কাজের সুযোগ আসবে। টাকাপয়সার জন্য মাসটা ভাল। পড়াশোনা যাঁরা করছেন, তাঁদের একটু মনোযোগের অভাব ঘটবে। তবে উচ্চ শিক্ষার জন্য এই মাসটা যথেষ্ট ভাল।
মিথুন রাশি – মিথুন রাশির জন্য এই মাসটা সবকিছুর জন্যই ভাল হতে চলেছে। আর্থিক লাভ থাকছে, বড় বিনিয়োগের জন্য এই মাসটা ভাল। অসুস্থ থাকলে ধীরে ধীরে এই মাসে অনেকটাই সুস্থ হয়ে উঠবেন। কাজে চাপ থাকলেও আপনি কাজ করেও আনন্দ পাবেন। কাজের জন্য কোথাও ভ্রমন হতে পারে। প্রেমের ক্ষেত্রেও কোনও রকম কোনও সমস্যা থাকছে না। বৈবাহিক সম্পর্কে এবং চলতি প্রেমের দুই সম্পর্কেই রোম্যান্স, ভালবাসা বজায় থাকছে। বাড়ির লোকের সঙ্গেও সময়টা যথেষ্টই ভাল কাটবে।
কর্কট রাশি – কর্কট রাশির এই মাসে একটু মাঝেমধ্যেই ইমোশনাল ফিল করবেন। তবে মাস যত এগোবে ধীরে ধীরে আপনারা নিজেদের ইমোশনকে কন্ট্রোল করতে শিখে ফেলবেন। কাজের জায়গায় বেশি ইমোশনাল হলে সমস্যা হতে পারে। প্রমোশন হওয়ার একটা তীব্র যোগ হয়েছে। নতুন চাকরি, নতুন ব্যবসা শুরু করার জন্য এই মাসটা ভাল। শারীরিকভাবে মাঝেমধ্যে একটু সমস্যা হতে পারে। যেমন শরীরের কোথাও ব্যথা বেদনা অনুভব করা, পেটের গন্ডগোল, বদহজমের সমস্যা এগুলো মাঝেমধ্যে হতে পারে। প্রেমের ক্ষেত্রে একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এমন কোনও কথা বলে দেবেন না, যার কারণে নিজেদের মধ্যে ঝগড়া-অশান্তি তৈরি হয়। বৈবাহিক সম্পর্কের কোনও তৃতীয় ব্যক্তি দ্বারা সমস্যা সৃষ্টি হতে পারে।
সিংহ রাশি – সিংহ রাশির টাকাপয়সার দিক থেকে এই মাসটা ভীষণ ভাল। নতুন কাজের জন্যও এই মাসটা ভীষণ ভাল। নাম, যশ, প্রতিপত্তি সিংহ রাশির ব্যক্তিদের এই মাসে থাকছে। এই মাসে বিলাসিতায় একটু বেশি হয়তো সিংহ রাশির জাতক-জাতিকারা জীবন কাটাতে পারেন। তবে এই বিলাসিতার জন্য যেন কোনও রকম কোনও শরীর খারাপ না হয়। খাওয়া-দাওয়ার ক্ষেত্রে একটু নজর দিতে হবে। পরিবারের সঙ্গে খুব ভাল সময় কাটাবেন। চলতি প্রেমের সমস্যা থাকবে না। পুরনো সমস্যা মিটে যাবে। বিয়ে বা এনগেজমেন্ট হতে পারে অনেকের। বৈবাহিক জীবনে স্বামীর সঙ্গে সম্পর্ক আরও মজবুত হতে দেখা যাচ্ছে। তবে অনেক তৃতীয় ব্যক্তি চেষ্টা করবে আপনাদের সম্পর্ক খারাপ করার। কোন তৃতীয় ব্যক্তিকে বিশ্বাস করবেন না। টাকা-পয়সা একটু ভেবেচিন্তে খরচ করলে আপনাদের জন্যই ভাল।
কন্যা রাশি – কন্যা রাশি এই মাসে একটু কোনও কিছু নিয়ে চিন্তায় থাকবে। শারীরিক দিক থেকে কন্যারাশি একটু কষ্ট অনুভব করতে পারেন। মাথা যন্ত্রণা গলাব্যথা এই ধরনের সমস্যা এই মাসে থাকতে পারে। আর্থিক দিক থেকে সমস্যা সেইভাবে কিছু নেই। কাজকর্মে অনেক মনোযোগ দিতে হবে এই মাসে। কারণ কাজে একটু ভুলত্রুটি হলে কাজের জায়গায় সমস্যা আসতে পারে। পরিবারের মধ্যে একটু সমস্যা সৃষ্টি হতে পারে ভুলবোঝাবুঝি কথা-কাটাকাটি হতে পারে।
তুলা রাশি – শারীরিক দিক থেকে তুলা রাশি এই মাসে একটু সমস্যায় পড়তে পারে। চোট-আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। ঠান্ডা মাথায় কাজ করতে হবে। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেওয়া যাবে না। প্রেমের জন্য সময়টা খুবই অনুকূল। বিয়ের জন্য কথাবার্তা এগোতে পারে। বৈবাহিক জীবন সুন্দর। ঘোরাফেরা থাকছে। টাকা-পয়সার হারিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং টাকা-পয়সার দিকে খুব যত্ন নিতে হবে।
বৃশ্চিক রাশি – সময়টা একটু গণ্ডগোলের। হঠাৎ করে কোনও সমস্যা আসতে পারে। ফোন বা কোনও গ্যাজেট খারাপ হয়ে যেতে পারে। বাড়ির কোনও ইলেকট্রনিকস জিনিস বা পাম্প খারাপ হতে পারে। পায়ে কোনওভাবে চোট লাগতে পারে। শরীরে ব্যথা বেদনা অনুভব করবেন। প্রেমের জন্য সময়টা ঠিকই আছে। অকারণে সন্দেহের প্রবণতা বাড়তে পারে। বিয়ের জন্য ভাল সময়। বৈবাহিক জীবনে ভুল বোঝাবুঝি হতে পারে। টাকাপয়সা বেশি খরচ হবে। তবে টাকা আসবেও। কাজের জন্য মাসটা ভাল।
ধনু রাশি – ধনু রাশির জন্য এই মাসটা যথেষ্ট ভাল। টাকা-পয়সার অনেক আসবে এবং অনেক ভাল সুযোগ আসবে। অপ্রত্যাশিত ভাবে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। শরীরের দিক থেকেও কোনও সমস্যা থাকছে না এই মাসে। ঘুম যথেষ্ট ভাল হবে। ফুরফুরে মেজাজ থাকবে। নতুন ভাল কাজ শুরু করার জন্য এই মাসটা যথেষ্ট ভাল। প্রেম ভালবাসা বাড়বে। তবে মাঝে একটু সামান্য ভুল বোঝাবুঝি হলেও হতে পারে।
মকর রাশি – মকর রাশির শারীরিক দিক থেকে কোনও সমস্যা তেমন তো থাকছে না। তবে ঘুমের সমস্যা থাকবে। অতিরিক্ত কাজের চাপে ঘুমের সমস্যা হবে। বাড়িতে কারও সঙ্গে ঝগড়া অশান্তি হতে পারে। বন্ধুদের সঙ্গে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রেমের ক্ষেত্রে মাসের প্রথম দুটো সপ্তাহ বেশ ভাল গেলেও শেষ সপ্তাহে একটু সমস্যা থাকতে পারে। টাকা-পয়সা বুঝেশুনে খরচ করতে হবে। বড় বিনিয়োগ এই মাসে না করাই ভাল। কাজকর্মে নতুন সুযোগ আসবে।
কুম্ভ রাশি – কুম্ভ রাশির কর্মক্ষেত্রে অনেক বড় সুযোগ আসতে পারে এই মাসে। কর্মক্ষেত্রে বিদেশ ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। পরিবারের সঙ্গে দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। টাকা পয়সার দিক থেকেও এই মাসটা যথেষ্ট যথেষ্ট ভাল। শারীরিক মাঝেমধ্যে একটু দুর্বলতা ও অলসতা অনুভব করতে পারেন। তেমন বড় কোন সমস্যা শরীরে দেখা যাচ্ছে না। প্রেম ভালবাসার ক্ষেত্রে একটু ভুল বোঝাবুঝির সম্ভাবনা আছে। তৃতীয় ব্যক্তির উপর বেশি ভরসা করা যাবে না।
মীন রাশি – মীন রাশির এই মাসটা একটু ভালমন্দ মিশিয়ে কাটবে। প্রথম দু’টো সপ্তাহ মসৃণ না গেলেও, পরের দু’টো সপ্তাহ যথেষ্ট ভাল কাটবে। প্রথম দু’সপ্তাহে কাজে ঢিলেমি থাকবে। টাকাপয়সা বেরিয়ে যাবে। সময় যতো এগোবে তত পরিস্থিতি ঠিক হবে। কোনও কিছু নিয়ে দুশ্চিন্তার কোনও কারণ নেই। শারীরিক দিকে একটু নজর দিতে হবে। খাওয়া-দাওয়া ঠিক ভাবে করতে হবে। প্রেম-ভালবাসা এবং বৈবাহিক সম্পর্ক ভালই চলবে।