প্রায় ১২টি রাশির জাতক-জাতিকাদের কাজকর্মের জন্য সেরা সপ্তাহ। কাজের ক্ষেত্রে নতুন সুযোগও রয়েছে বেশ কিছু রাশির জাতক-জাতিকাদের। আর্থিক ক্ষেত্রেও উন্নতি রয়েছে প্রায় সব রাশির। কাজ, অর্থ, প্রেম—সব নিয়ে কেমন কাটতে চলেছে, তার একটি পূর্বাভাস দিচ্ছেন ট্যারট কার্ড রিডার সাঁঝবাতি রায়। রাশি মিলিয়ে দেখে নিন সাপ্তাহিক ট্যারটস্কোপ।
মেষ রাশি – এই সপ্তাহে মেষ রাশি আর্থিকভাবে অনেকটাই শক্তিশালী থাকবেন। লোকজনের সঙ্গে ভুল-বোঝাবুঝি অশান্তি ঝামেলা মিটে যাবে। শরীর যথেষ্ট ভাল থাকবে। প্রেমের দিক থেকে নতুন আশার আলো দেখা যাচ্ছে। কাজের চাপ প্রচণ্ড থাকতে পারে।
বৃষ রাশি – বৃষ রাশির এই সপ্তাহটা মিলিয়ে-মিশিয়ে যাবে। মন-মানসিকতা খুব একটা ভাল থাকবে না। শারীরিকভাবে একটু কোথাও কষ্ট যন্ত্রণা অনুভব করতে পারেন। টাকা-পয়সার দিক থেকে ভাল, কিন্তু খরচ বুঝেশুনে করতে হবে। কাজকর্মের জন্য সপ্তাহ তো মোটামুটি।
মিথুন রাশি – মিথুন রাশির জন্য কিন্তু সপ্তাহটা দারুণ। নতুন কাজের সুযোগ থেকে জীবনে নতুন প্রেম, সবই সপ্তাহে আসছে। চলতি প্রেমেও যথেষ্ট ভাল সময় কাটাবেন। এই সপ্তাহে অর্থনৈতিক অবস্থা মজবুত হবে। শরীরের কোনও সমস্যা দেখা যাচ্ছে না।
কর্কট রাশি – কর্কটরাশি একটু বেশি ইমোশনাল হয়ে যেতে পারেন এই সপ্তাহে। খুব বেশি ভাবুক হলে চলবে না। ইমোশনাল হয়ে গিয়ে ভুল পদক্ষেপ নিয়ে নেওয়ার সম্ভাবনা রয়েছে। বাড়িতে ঝগড়া অশান্তি হতে পারে। মায়ের শরীরের দিকে একটু নজর দেওয়া উচিত। কর্কট রাশির জাতক-জাতিকাদের শরীর মোটামুটি থাকবে। তবে টাকা-পয়সা কিন্তু বেরিয়ে যাবে, ধরে রাখা একটু কঠিন। নতুন প্রেমের জন্য কিন্তু সময়টা ভাল নয়। চলতি প্রেমে একটু সমস্যা থাকতে পারে। বৈবাহিক জীবনটা সুন্দরই যাবে।
সিংহ রাশি – এই সপ্তাহে প্রচণ্ড রকমের রাগ হবে সিংহ রাশির। সামান্য কথায় সিংহ রাশির রেগে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। মাথা ঠান্ডা করে সিংহ রাশিকে কাজ করতে বলার পরামর্শ দেওয়া হচ্ছে। সিংহ রাশির শারীরিক দিক থেকে যথেষ্ট ফিট থাকবে। খাওয়া-দাওয়া একটু বুঝেশুনে করতে হবে। টাকাপয়সার দিক থেকে কোনও সমস্যা থাকছে না। উল্টে আর্থিক লাভ হতে চলেছে। বন্ধুদের সঙ্গে ঘোরাঘুরি হবে। কাজকর্মের জায়গাটাও ভাল।
কন্যা রাশি – কন্যা রাশি তাঁদের স্বভাবগত কারণে অনেক সমস্যায় পড়তে পারেন। কোথাও কোনও দরকারই বা অফিসিয়াল কাজে যেতে দেরি হয়ে যেতে পারে। রাতে ঘুম ঠিকভাবে হবে না, শরীরে অস্বস্তিবোধ—এগুলো থাকবেই। প্রেমের জন্য সপ্তাহটা ভাল। কিন্তু একটু দ্বিধায় থাকবেন আপনি। কাজকর্ম টাকাপয়সার দিক থেকে সপ্তাহটা অনুকূল।
তুলা রাশি – তুলা রাশির প্রেম সম্পর্কের জন্য এই সপ্তাহটা দারুণ। নতুন প্রেম আসা থেকে শুরু করে চলতি প্রেমে দারুণ সময় কাটানো, সব কিছু রয়েছে। বৈবাহিক জীবনও ভাল চলবে। কোনও ঝামেলা-অশান্তি হবে না। তবে মাথা একটু ঠান্ডা করে চলা অবশ্যই উচিত। বাইরের কারও সঙ্গে কোনও রকমের কথাকাটাকাটি, ভুল বোঝাবুঝি হতে পারে। রাতে ঘুমের একটু সমস্যা দেখা যেতে পারে। কাজকর্মে একটু অলসতা থাকবে। টাকা পয়সার দিক থেকে কোন সমস্যা নেই।
বৃশ্চিক রাশি – বৃশ্চিক রাশির জন্য এই সপ্তাহটা একটু সিদ্ধান্ত নিতে সমস্যা হবে। খুব মনে হবে যে কোনো একটা জিনিস কিনি কিন্তু সেটাও কিনবেন কি, কিনবেন না ভাবতে ভাবতে অনেকটা সময় কাটিয়ে ফেলবেন। তবে অবশ্যই কোনও কিছু কেনার আগে খুব ভালভাবে সিদ্ধান্ত নেওয়া উচিত। কাউকে টাকা পয়সা ধার দেবেন না। নিজের শরীরের দিকে বিশেষ যত্ন নেওয়াটা জরুরি। প্রেম ভালোবাসার জন্য সময়টা একটু চাপের যেতে পারে। ভুল বোঝাবুঝি হতে পারে।
ধনু রাশি – ধনু রাশির জন্য সপ্তাহটা যথেষ্ট সুন্দর। কিন্তু পুরনো প্রেমে আটকে থাকলে সমস্যা। কোনও কিছু পুরনোকে শেষ করে নতুনের দিকে এগিয়ে যাওয়ায় ভীষণভাবে জরুরি। কাজকর্মের জন্য সময়টা যথেষ্ট ভাল। নতুন সুযোগ, প্রমোশন হওয়ার সম্ভাবনাও রয়েছে।
মকর রাশি – মকর রাশির জন্য কিন্তু এই সপ্তাহটা ভালই। চলতি সম্পর্কে কোনও সমস্যা চললে, সেই সমস্যা মিটে যাবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, নতুনভাবে সব শুরু হতে পারে। মানসিক শান্তি এ সপ্তাহ থাকবে। পারিবারিক ঝামেলা মিটে যাবে। টাকাপয়সা, সোনার গয়না কেনার জন্য এই সপ্তাহটা ভীষণ ভাল। নতুন কোনও কাজের সঙ্গে যুক্ত হতে পারেন।
কুম্ভ রাশি – কুম্ভ রাশির জাতক-জাতিকারা এই সপ্তাহে কাজকর্মে একটু অলসতা অনুভব করবেন। এবং পুরনো কথা মনে করে মন মেজাজ একটু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি প্রেমে রোম্যান্স যেন একটু কম অনুভব হবে। বৈবাহিক জীবনে একটু ঝামেলা অশান্তি হতে পারে। শরীর একটু ম্যাচম্যাচ করতে পারে এই সপ্তাহে। কোনও বড় দুর্ঘটনা থেকে কিন্তু সাবধান।
মীন রাশি – মীন রাশির জন্য সময়টা সত্যিই ভীষণ সুন্দর। মীন রাশির শারীরিক দিক তা যথেষ্ট ভাল থাকবে। পুরনো শারীরিক সমস্যা মিটে যাবে। নতুন প্রেম জীবনে আসছে। চলতি প্রেমে উন্নতি। বৈবাহিক জীবনে কিন্তু সমস্যা থাকে সেটা মিটে যাবে। ঘোরাফেরা, আনন্দের সঙ্গে কাটবে সপ্তাহটা। টাকাপয়সা বা কাজকর্মে দিক থেকেও কোনও চাপ থাকছে না।