Venus Transit 2023: ১১দিন পর ৩ রাশির জাতকরা হবেন কোটিপতি! শুক্রের গতিবিধিতে ভাগ্য ফিরবে কাদের?

TV9 Bangla Digital | Edited By: দীপ্তা দাস

Nov 19, 2023 | 7:02 PM

Zodiac Signs: গ্রহের সর্বনিম্ন রাশি কন্যা , তাই এই রাশির ক্ষেত্রে শুক্রের কোনও প্রভাব পড়ে না। শুভ ফলও দেয় না। সাধারণত, শুক্রের রাশি পরিবর্তনের কারণে বেশ কিছু রাশির উপর দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বর্ষিত হতে চলেছে, সেই রাশির তালিকায় আপনার রাশি আছে কিনা জেনে নিন...

Venus Transit 2023: ১১দিন পর ৩ রাশির জাতকরা হবেন কোটিপতি! শুক্রের গতিবিধিতে ভাগ্য ফিরবে কাদের?

Follow Us

আর মাত্র ১১দিন বাকি। তারপরই রাতারাতি জাতক-জাতিকাদের ভাগ্য উজ্জ্বল হবে তরতরিয়ে। সনাতন জ্যোতিষশাস্ত্র অনুসারে, গ্রহের রাশিচক্রের পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সময়ের সঙ্গে সঙ্গে গ্রহ-নক্ষত্রের গতিবিধি পরিবর্তনের জেরে রাশির জাতক-জাতিকাদের উপরও প্রভাব বিস্তার করে। প্রতি মাসেই কোনও না কোনও গ্রহ তার রাশি পরিবর্তন করে থাকে। গ্রহের রাশি বদলের জেরে প্রতিটি রাশির উপরই প্রভাব পড়ে। তা কখনও সুপ্রভাব আবার কখনও কুপ্রভাব পড়তে পারে। জ্যোতিষশাস্ত্র মতে, শুক্র হল সম্পদ ও সৌভাগ্যের প্রতীক। আগামী ৩০ নভেম্বর রাশি বদল করেছ শুক্রগ্রহ। আজ থেকে ১১দিন পর শুক্র তুলা রাশিতে গমন করতে চলেছে।

পঞ্চাঙ্গ অনুসারে শুক্র গ্রহ ৩০ নভেম্বর দুপুর ১২টা ৫ মিনিটে কন্যা রাশি থেকে তুলা রাশিতে পরিবর্তিত হতে চলেছে। শুক্র নিজরাশি কন্যা থেকে বেরিয়ে তুলা রাশিতে প্রবেশ করবে এদিন। গ্রহের সর্বনিম্ন রাশি কন্যা , তাই এই রাশির ক্ষেত্রে শুক্রের কোনও প্রভাব পড়ে না। শুভ ফলও দেয় না। সাধারণত, শুক্রের রাশি পরিবর্তনের কারণে বেশ কিছু রাশির উপর দেবী লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বর্ষিত হতে চলেছে, সেই রাশির তালিকায় আপনার রাশি আছে কিনা জেনে নিন…

মিথুন রাশি: শুক্রের রাশি পরিবর্তন এই রাশির জাতক-জাতিকাদের জন্য খুব শুভ ফল। এই সময়ের মধ্যে, বস্তুগত আরাম বৃদ্ধি হবে। চাকরিতে পদোন্নতির যোগ্য হয়ে উঠবেন, আত্মবিশ্বাস বাড়বে।

তুলা রাশি: শুক্রের রাশির পরিবর্তন তুলা রাশির জাতকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। ব্যবসায় বৃদ্ধি হবে। আয়ের নতুন উৎস পাওয়া যাবে। অর্থনৈতিক অবস্থা শক্তিশালী হবে।

বৃশ্চিক রাশি: শুক্রের রাশির পরিবর্তন বৃশ্চিক রাশির জাতকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুক্র গ্রহের রাশি পরিবর্তনের কারণে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর দেবী লক্ষ্মী প্রসন্ন হবেন। উন্নতির নতুন পথ খুলে যেতে পারে আপনার। আত্মবিশ্বাস বাড়বে। সঙ্গীর কাছ থেকে সমর্থন পেতে পারেন। বিবাহিত জীবনে ঘনিষ্ঠতা বাড়বে।

Next Article