১৩ জুলাই, বুধবার গুরুপূর্ণিমা (Guru Purnima 2022) বা ব্যাস পূর্ণিমা তিথি। তবে এই গুরুপূর্ণিমা এবার সম্পূর্ণ অন্যরূপে হাজির হচ্ছে। কারণ এবারের গুরুপূর্ণিমা তিনটি রাশির (Zodiac Signs) জন্য খুলে দিতে চলেছে সৌভাগ্যের ডালি। এতদিন ধরে যে কষ্ট ওই তিন রাশি পাচ্ছিল তা নিমেষেই গায়েব হতে চলেছে। যে কাজ ছিল আটকে তা এক পলকে সম্পন্ন হতে চলেছে। জীবনকে আটকে রেখেছিল যে তালা সেই তালা এবার ভাঙতে চলেছে। বুধবার, ১৩ জুলাই দিনটি ওই তিনটি রাশির জন্য অতিশয় শুভ প্রমাণিত হতে চলেছে। গুরুপূর্ণিমা দিনটি গুরুর পূজার জন্য নির্দিষ্ট। তাই এই দিনে গুরুর প্রতি শ্রদ্ধা, সম্মান ও কৃতজ্ঞতা প্রদর্শন করা উচিত প্রত্যেক জাতক-জাতিকার। সেক্ষেত্রে তাঁরা জীবনে উন্নতির সোপান দেখতে পাবেন। তবে এবারের গুরুপূর্ণিমা সত্যিই একটু ভিন্ন। কারণ তিনটি গ্রহ যথা সূর্য, শুক্র এবং বুধ মিলিত হচ্ছেন মিথুন রাশির (Gemini) ঘরে। এর ফলে তৈরি হচ্ছে বিরল ত্রিগ্রহী যোগ (Trigrahi Yog)। অত্যন্ত পবিত্র এই যোগে প্রবল শুভ ফল পাবেন তিন রাশির জাতক-জাতিকারা।
মকররাশিতে শনিদেবের গমনের কারণে, ধনু ও মিথুনরাশির জাতক-জাতিকারা গ্রহরাজের ঢাইয়া বা আড়াই-এর প্রকোপ থেকে মুক্ত হবেন। সাধারণভাবে যে কোনও রাশিতে শনিদেবের আড়াই বছর অবস্থানকালীন সময়কে ঢাইয়া বলা হয়। এই সময়কালে দাম্পত্য অশান্তি, প্রেমে ব্যর্থতা, কেরিয়ারে উৎড়াই দেখা যায়। সার্বিকভাবে নানাবিধ ক্ষতির সম্মুখীন হন জাতক-জাতিকারা।
তবে শনির আড়াই শেষ হওয়া ও ত্রিগ্রহী যোগ তৈরি হওয়ায় এবার ধনু, বৃষ এবং মিথুনরাশির জাতক ও জাতিকারা বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছেন। কী কী সৌভাগ্য? দেখা যাক—
ধনু রাশি (২২ নভেম্বর-২১ ডিসেম্বর)
রাশিচক্রের সপ্তম ঘরে সংঘটিত হতে চলেছে বিরল ত্রিগ্রহী যোগ। এইসময়ে আপনি পেতে পারেন আকর্ষণীয় চাকরির প্রস্তাব। সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা দৃঢ় হচ্ছে। যাঁরা ইতিমধ্যে চাকরি করছেন, তাঁদের বেতনবৃদ্ধি এবং পদোন্নতি হতে চলেছে। ব্যবসায়ীদের হঠাৎ লাভের সম্ভাবনা আছে। নতুন কোনও শুভ বিনিয়োগও হতে পারে। কর্মস্থলে সকলের প্রশংসা লাভ হবে। নতুন গৃহ নির্মাণ এবং নতুন বাহন ক্রয়ের যোগও রয়েছে। সরকারি কর্মচারীরা শুভ সংবাদ পেতে চলেছেন। বাবা-মায়ের স্নেহ পাবেন। আর্থিকভাবে লাভবান হবেন ধনুরাশির জাতক ও জাতিকারা।
বৃষ (২০ এপ্রিল- ২০ মে)
গুরুপূর্ণিমায় তৈরি হওয়া ত্রিগ্রহী যোগ বৃষ রাশির জাতক-জাতিকার জন্য অত্যন্ত শুভ ফল নিয়ে আসছে। হঠাৎ করে অর্থপ্রাপ্তি হতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় উন্নতি হবে। একাধিক চাকরির প্রস্তাব পেতে পারেন। সমাজে প্রভাব-প্রতিপত্তি বাড়বে। বাড়তি আয়ের সুযোগ তৈরি হবে যা আপনার সঞ্চয় বাড়াবে। অবিবাহিতরা জীবনসঙ্গী খুঁজে পাবেন। ঋণ দেওয়া অর্থ ফেরত পাবেন। সমাজে আপনার সম্মান ও সুনাম বাড়বে। বিভিন্ন খাতে অর্থ বিনিয়োগ করলে লভবান হতে পারেন। হঠাৎ এমন ইতিবাচক পরিবর্তনে আপনার জীবন এমনভাবেই বদলে যেতে পারে যা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি। একাধিক আয়ের পথ সুগম হচ্ছে।
মিথুন (২১ মে – ২০ জুন)
ত্রিগ্রহী যোগের কারণে কেরিয়ার রকেটের মতো ঊর্ধ্বগামী হবে। নতুন উদ্যম দেখা যাবে আপনার মধ্যে। বিলাসি জীবন উপভোগ করবেন। আর্থিক অবস্থার প্রভূত উন্নতি ঘটবে। এতদিন ধরে যে অন্ধকার সুড়ঙ্গের মধ্যে দিয়ে হাতড়ে হাতড়ে এগচ্ছিলেন, সেই সুড়ঙ্গের শেষে আলোর দিশা পাবেন। গুরুর আশীর্বাদ পাবেন। পিতা-মাতার সাহচর্য পাবেন। ফলে সমস্ত দুশ্চিন্তা কেটে যাবে। তবে তিনটি গ্রহ ইতিমধ্যেই কাছাকাছি আসার কারণে তাদের শুভফল আপনার উপর বর্ষিত হতে শুরু করেছে। ব্যবসা হোক বা কর্ম— আপনি সাফল্যের স্বাদ পেয়ে গিয়েছেন। আপনার সন্তানেরা আপনাকে তাদের সাফল্য দ্বারা গর্বিত করেছে। চিন্তা নেই, পরিবারকেন্দ্রিক সমস্যারও আশু সমাধান হবে। দাম্পত্য অত্যন্ত সুখকর ও সাফল্যমণ্ডিত হতে চলেছে। আর্থিকভাবেও আপনি শুভ ফল পেতে চলেছেন।