Garba: গরবা অনুষ্ঠানে হৃদরোগ! গুজরাটে মৃত্যু অন্তত ১০ জনের

TV9 Bangla Digital | Edited By: সঞ্জয় পাইকার

Oct 23, 2023 | 7:19 PM

গুজরাটের খেড়া জেলার কাপড়ভঞ্জ শহরে মৃত্যু হয়েছে ১৭ বছরের ওই কিশোরীর। গরবা নৃত্যের সময়ই সে অস্বস্তি অনুভব করে এবং নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। এর পর সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল নিকটবর্তী হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়েই ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Garba: গরবা অনুষ্ঠানে হৃদরোগ! গুজরাটে মৃত্যু অন্তত ১০ জনের
প্রতীকী ছবি
Image Credit source: facebook

Follow Us

আহমেদাবাদ: নবরাত্রি উপলক্ষ্যে গুজরাটে হয় গরবা অনুষ্ঠান। সেখানে এক সঙ্গে নির্দিষ্ট ঢঙে নাচ করেন সকলে। কিন্তু এ বছর গরবা অনুষ্ঠানে ঘটেছে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা। গত ২৪ ঘণ্টায় গরবা নাচতে নাচতে গুজরাটে অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রয়েছে ১৭ বছরের এক কিশোরী। মৃতদের মধ্যে বয়সে সেই সবথেকে ছোট। গরবা নাচতে নাচতে অসুস্থ হওয়ার ঘটনা বেশ কয়েকটি ঘটেছে গুজরাটে। গত ২৪ ঘণ্টায় সে রাজ্যে ৫০০টি অ্যাম্বুল্যান্স কল করা হয়েছে। গুজরাট সরকারও উদ্যোক্তাদের বলেছে, অ্যাম্বুল্যান্স-সহ সমস্ত মেডিক্যাল পরিষেবার বন্দোবস্ত রাখতে।

গুজরাটের খেড়া জেলার কাপড়ভঞ্জ শহরে মৃত্যু হয়েছে ১৭ বছরের ওই কিশোরীর। গরবা নৃত্যের সময়ই সে অস্বস্তি অনুভব করে এবং নাক দিয়ে রক্ত বেরোতে থাকে। এর পর সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল নিকটবর্তী হাসপাতালে। সেখানেই তার মৃত্যু হয়। হৃদরোগে আক্রান্ত হয়েই ওই কিশোরীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

চিকিৎসকরা মনে করছেন, ভারতীয়দের মধ্যে ডায়াবেটিকের প্রবণতা বেশি। সেই সঙ্গে স্থূলতা বেড়েছে। বিশেষত মহিলাদের মধ্যে। এদের অনেকেই শরীরচর্চার ধার ধারেন না। তাই তাঁদের অধিকাংশেরই হৃদযন্ত্রের ধমনীতে ব্লক রয়েছে। সেই সঙ্গে হৃদযন্ত্রের সমস্যাও রয়েছে। হঠাৎ করে গরবার মতো অনুষ্ঠানে অংশ নিয়ে লাফালাফিতে প্রাণ হারানোর মতো ঘটনা ঘটছে।

Next Article