Minor Abuse: লাগাতার ‘ধর্ষণ’ করত লরিচালক বাবা, অন্তঃসত্ত্বা ১৬ বছরের নাবালিকা

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Oct 23, 2023 | 12:21 PM

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় লরিচালক। তাঁর সঙ্গে স্ত্রীর ঝামেলার পর অন্যত্র থাকা শুরু করেন তাঁর স্ত্রী। দুই মেয়েই থাকছিলেন লরিচালকের সঙ্গে। মেয়েকে একা পেয়ে এক বছরেরও বেশি সময় ধরে ওই লরিচালক তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ।

Minor Abuse: লাগাতার ‘ধর্ষণ’ করত লরিচালক বাবা, অন্তঃসত্ত্বা ১৬ বছরের নাবালিকা
প্রতীকী ছবি
Image Credit source: Twitter

Follow Us

বরেলি: নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। এক বছরেরও বেশি সময় ধরে ৪৭ বছরের ব্যক্তি নিজের ১৬ বছরের মেয়েকে ধর্ষণ করছেন বলে অভিযোগ। এর জেরে সম্প্রতি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে ওই নাবালিকা। তার পরই পরিবারের লোকেরা এই অত্যাচারের বিষয়টি জানতে পারে। এর পর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনাটি ঘটেছে উত্তর প্রদেশের বরেলীতে।

জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তি পেশায় লরিচালক। তাঁর সঙ্গে স্ত্রীর ঝামেলার পর অন্যত্র থাকা শুরু করেন তাঁর স্ত্রী। দুই মেয়েই থাকছিলেন লরিচালকের সঙ্গে। মেয়েকে একা পেয়ে এক বছরেরও বেশি সময় ধরে ওই লরিচালক তাকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ।

ওই নাবালিকা অন্তঃসত্ত্বা হয়ে যাওয়ার পর তাঁর দিদি তাকে মারধর করে। সে সময়ই গোটা ঘটনা খুলে বলে সে। এর পরই তার দিদি থানায় অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধি এবং পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ। নির্যাতিতার অভিযোগ, মাস খানেক আগে এক বন্ধুকে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন তিনি। কিন্তু থানার অফিসাররা তাঁর অভিযোগ শুনে বিশ্বাস করেননি। এবং অভিযোগ নেননি। ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Next Article