নয়া দিল্লি: বিশেষজ্ঞরা বারবার সতর্ক করেছেন, করোনার দ্বিতীয় ঢেউ এখনও নিয়ন্ত্রণ আসেনি। গোটা দেশের রিপোর্ট খতিয়ে দেখেনই ১০টি জেলাকে চিহ্নিত করেছে কেন্দ্র। স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে দেশের ৪৬টি জেলায় এখনও করোনা সংক্রমণের হার ১০ শতাংশের ওপরে। তাই ওই জেলাগুলির ওপর কড়া নজর দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সংশ্লিষ্ট রাজ্যগুলিকে। এই সব জেলায় যাতে কোনোরকম জমায়েত না হয়, সে দিকে নজর দেওয়ার কথা বলা হয়েছে।
যতজনের নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে কতজন করোনা আক্রান্ত হয়েছেন, সেই হিসেবটাকেই বলা হয় ‘পজিটিভিটি রেট’। আর ৪৬টি রাজ্যে সেই ‘পজিটিভিটি রেট’ই ১০ শতাংশের বেশি। শনিবার স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ জানান, ওই সব জেলায় অবিলম্বে কড়া বিধি-নিষেধ জারি করতে হবে। কোনোরকম ছাড় দিলেই পরিস্থিতি খারাপের দিকে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন তিনি। যে ১০ রাজ্যের ৪৬টি জেলা নিয়ে ভাড়ছে ভয়, সেগুলি হল, কেরল, মহারাষ্ট্র, কর্ণাটক, তামিলনাড়ু, ওডিশা, অসম, মিজোরাম, মেঘালয়, অন্ধ্র প্রদেশ ও মনিপুর।
এই সব জেলায় দ্রুর টেস্ট বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে। জোর দিতে বলা হয়েছে হোম আইসোলেশনে। সচিব রাজেশ ভূষণ বলেন, ‘অক্সিজেন কনসেন্ট্রেটর, অক্সিজেন সিলিন্ডার পাঠানো হচ্ছে ওই রাজ্যগুলিকে। এ ছাড়া রাজ্যগুলিও নিজেদের পরিকাঠামো কার্যকর করছে।’
এ দিকে, দেশে করোনা আক্রান্তের সংখ্যা গত কয়েক দিন ধরে ৪০ হাজারের ওপর থাকছে। এই বিষয়ে সতর্ক করেছেন আইসিএমআরের ডিজি ড. বলরাম ভার্গভ সতর্ক করেছেন। টেস্ট বাড়ানো ও টিকাকরণ বাড়ানোর ক্ষেত্রে জোর দেওয়ার কথা জানান তিনি। আরও পড়ুন: কেরল ছাড়িয়ে জ়িকার হানা অন্য রাজ্যেও, বাড়ছে আতঙ্ক