Viral Video: চন্দ্রবাবু চাইছেন না, হাত ধরে টানাটানি শুরু করলেন মোদী, দেখুন

Jun 06, 2024 | 2:40 AM

Chandrababu Naidu Narendra Modi Viral Video: নরেন্দ্র মোদী একেবারে তাঁর হাত ধরে টানাটানি শুরু করলেন। প্রায় জোর করেই জোট সঙ্গীকে বসালেন তাঁর পাশের চেয়ারে। মঙ্গলবারের ফল প্রকাশের পর চন্দ্রবাবু এখন কিংমেকারের ভূমিকায়। আর এর মধ্যেই ভাইরাল হল এই ভিডিয়ো।

Viral Video: চন্দ্রবাবু চাইছেন না, হাত ধরে টানাটানি শুরু করলেন মোদী, দেখুন
বুধবার এনডিএ-র বৈঠকে মোদী ও চন্দ্রবাবু
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: স্পষ্টতই চন্দ্রবাবু নাইডু চাইছেন না। নরেন্দ্র মোদী একেবারে তাঁর হাত ধরে টানাটানি শুরু করলেন। প্রায় জোর করেই জোট সঙ্গীকে বসালেন তাঁর পাশের চেয়ারে। মঙ্গলবারের ফল প্রকাশের পর চন্দ্রবাবু এখন কিংমেকারের ভূমিকায়। নরেন্দ্র মোদীকে তৃতীয়বার সরকার গঠন করতে গেলে, তাঁকে পাশে লাগবেই। তাই বলে এই ভাবে হাত ধরে টানাটানি! না, এই হাত ধরে টানাটানির ঘটনাটা এখনকার নয়। এক দশক পুরোনো। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এই পুরোনো ভিডিয়োটিই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।

ভিডিয়োতে দেখা যাচ্ছে, এক নির্বাচনী সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে এক মঞ্চে তেলেগু দেশম পার্টির প্রধান এন চন্দ্রবাবু নাইডু। নরেন্দ্র মোদীর পিছনের সারিতে বসার চেষ্টা করছেন চন্দ্রবাবু। আর সঙ্গে সঙ্গে নরেন্দ্র মোদী তাঁর হাত ধরে টানাটানি শুরু করেন। চন্দ্রবাবু না চাইলেও তাঁকে পাশে বসতে একপ্রকার বাধ্য করেন তিনি।


ঘটনাটা ২০১৪ সালের। প্রথমবার প্রধানমন্ত্রী হওয়ার জন্য প্রচার চালাচ্ছিলেন নরেন্দ্র মোদী। সেই সময় চন্দ্রবাবুর রাহুর দশা চলছিল। রাজ্য থেকে ক্ষমতাচ্যুত হয়েছিল টিডিপি। অন্ধ্রপ্রদেশ ভেঙে নতুন রাজ্য তেলঙ্গানা নির্মাণ সম্পর্কে তাঁর দলের অবস্থান স্পষ্ট ছিল না। যার ফলে দুই রাজ্যেই প্রান্তিক হয়ে পড়েছিল চন্দ্রবাবুর দল। কঠিন সময়ে তাঁর সঙ্গে জোট বাঁধতে চেয়েছিল বিজেপি। হাওয়া বুঝে সেই প্রস্তাব গ্রহণ করেছিলেন চন্দ্রবাবু।

তবে, এনডিএ-তে সেই সময় তাঁর বিশেষ গুরুত্ব ছিল না। রাজ্যের এনডিএ-র বেশ কিছু সভায় আমন্ত্রণ পর্যন্ত জানানো হয়নি চন্দ্রবাবুকে। অবশেষে মাহবুবনগরের এক সভায় মোদী ও চন্দ্রবাবুকে একসঙ্গে দেখা গিয়েছিল। ভাইরাল ভিডিয়োর ঘটনাটি সেই সভারই। ছোট শরিক হিসেবে পিছনের সারিতেই বসতে গিয়েছিলেন চন্দ্রবাবু। আর মোদী তাঁর হাত ধরে টেনে তাঁকে নিজের পাশের চেয়ারে বসিয়েছিলেন। মোদীর এই একটি পদক্ষেপেই দুই দলের জোটের সমীকরণ মসৃণ হয়ে গিয়েছিল। অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে ফের মুখ্যমন্ত্রী হয়েছিলেন চন্দ্রবাবু, আর কাঙ্খিত আসন জিতে প্রধানমন্ত্রী হয়েছিলেন মোদী।

Next Article