Cheetahs Import: সিংহ-হায়নার সঙ্গে বড় হয়ে ওঠা, কুনোর নতুন অতিথি ১২টি চিতা সম্পর্কে এই তথ্যগুলি জানেন?

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Feb 18, 2023 | 8:35 AM

Cheetahs in Kuno National Park: ইতিমধ্যেই ১২টি চিতা নিয়ে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বিশেষ বিমান। আজ শনিবারই তা ভারতের মাটিতে পৌছবে।

Cheetahs Import:  সিংহ-হায়নার সঙ্গে বড় হয়ে ওঠা, কুনোর নতুন অতিথি ১২টি চিতা সম্পর্কে এই তথ্যগুলি জানেন?
ঘুম পাড়িয়ে আনা হচ্ছে চিতাগুলিকে। ছবি:PTI

Follow Us

ভোপাল: দেশে বাড়ছে চিতার সংখ্যা। আজ, শনিবার দেশে আসছে আরও ১২টি চিতা। দক্ষিণ আফ্রিকা থেকে আনা হচ্ছে ১২টি চিতা। এই চিতাগুলিকে আনা হবে মধ্য প্রদেশের কুনোয়। গত বছরের সেপ্টেম্বর মাসে যে ৮টি চিতা আনা হয়েছিল, তাদের সঙ্গেই থাকবে এই চিতাগুলি। ইতিমধ্যেই ১২টি চিতা নিয়ে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে ভারতের উদ্দেশে রওনা দিয়েছে বিশেষ বিমান। আজ শনিবারই তা ভারতের মাটিতে পৌছবে। সেখান থেকেই তাদের নিয়ে যাওয়া হবে মধ্য প্রদেশের কুনো-পালপুর জাতীয় উদ্যানে।

ভারতে আগে এশিয়াটিক চিতার দেখা মিললেও, ৯০-র দশকে তা যথেচ্ছ শিকারের কারণে বিলুপ্ত হয়ে যায়। দীর্ঘদিন ধরেই ভারতে ফের চিতা আনার পরিকল্পনা করা হলেও, তা কিছুতেই ফলপ্রসু হচ্ছিল না। গত বছরই দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভারতের চুক্তি হয়, ঠিক করা হয় দফায় দফায় মোট ১০০টি আফ্রিকান চিতা আনা হবে ভারতে। প্রথম দফায়, আজ মোট ১২টি চিতা আনা হচ্ছে। এর আগে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনের দিন নামিবিয়া থেকে ৮টি চিতা আনা হয়।

একনজরে দেখে নেওয়া যাক এই চিতাগুলি সম্পর্কে কিছু তথ্য-

  1. ভারতীয় বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার কার্গো বিমানে দক্ষিণ আফ্রিকা থেকে মধ্যপ্রদেশের কুনোয় নিয়ে আসা হচ্ছে ১২টি চিতা। দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গ থেকে চিতাগুলিকে নিয়ে আসা হচ্ছে।
  2.  ১২টির মধ্যে ৭টি পুরুষ এবং ৫টি স্ত্রী চিতা রয়েছে। চিতাগুলি যাতে বিমানে অসুস্থ না হয়ে পড়ে, তার জন্য তাদের খালি পেটে রাখা হয়েছে এবং ঘুমের ইঞ্জেকশন দিয়ে রাখা হয়েছে।
  3. আগামী ৮ থেকে ১০ বছর ধরে প্রত্যেক বছর ১২টি করে চিতা আনা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
  4. যে ১২টি চিতাকে আনা হচ্ছে, তারা এতদিন সিংহ, চিতাবাঘ, হায়না, বন্য কুকুরের সঙ্গেই বড় হয়ে উঠেছে। ভারতে এসেও তাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে এবং শিকার করতে অসুবিধা হবে না।
  5. আগের দফায় যে ৮টি চিতা আনা হয়েছিল, সেগুলি বর্তমানে হান্টিং এনক্লোজারে রয়েছে। ৬ কিলোমিটার দীর্ঘ এই এলাকায় তাদের নিজেদের মধ্যে মেলামেশার জন্য ছেড়ে রাখা হয়েছে। পরে তাদের জাতীয় উদ্যানের মুক্ত অংশে ছেড়ে দেওয়া হবে। আপাতত প্রত্যেক তিন-চারদিন অন্তর চিতাগুলি শিকার করছে, তাদের স্বাস্থ্যও ভাল রয়েছে বলেই জানানো হয়েছে।
Next Article