ভোপাল: দক্ষিণ আফ্রিকা থেকে ভারতের উদ্দেশ্যে অবশেষে রওনা দিল ১২টি চিতা। বৃহস্পতিবার ভারতীয় বায়ুসেনার বিমান C-17 এয়ারক্র্যাফ্টে করেই দক্ষিণ আফ্রিকার ওআর টামবো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মধ্যপ্রদেশের কুনোয় নিয়ে আসা হচ্ছে ১২টি চিতা। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল টাইগার কনজার্ভেশন অথরিটির তরফে খবরটি নিশ্চিত করা হয়েছে। আগামী ১৮ ফেব্রুয়ারি, শনিবার দেশে পৌঁছবে চিতাগুলি। সেদিনই মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে চিতাগুলি ছাড়া হবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব।
দেশে চিতার সংখ্যা বৃদ্ধি করতেই ফের দক্ষিণ আফ্রিকা থেকে বিগ ক্যাট নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে নরেন্দ্র মোদীর সরকার। যে ১২টি চিতা নিয়ে আসা হচ্ছে তার মধ্যে ৭টি পুরুষ এবং ৫টি স্ত্রী। এই নিয়ে গত পাঁচ মাসের মধ্যে মোট ২০টি চিতা বিদেশ থেকে আসছে দেশে। গত বছরের সেপ্টেম্বনরে নামিবিয়া থেকে কুনো ন্যাশনাল পার্কে আনা হয়েছিল ৮টি চিতা।
দক্ষিণ আফ্রিকা থেকে আগত ১২টি চিতার নতুন জায়গায় এসে যাতে কোনও সমস্যা না হয়, সে ব্যাপারে তৎপর মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান। গোটা বিষয়টি নিয়ে মন্ত্রিসভার শীর্ষ সদস্য সহ কুনো ন্যাশনাল পার্কের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহ্বান। তিনি বলেন, বর্তমানে যে চিতাগুলি রয়েছে সেগুলি স্বাস্থ্য ভালো রয়েছে এবং তাদের বিশেষ যত্ন করা হচ্ছে।
জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা ওআর টামবো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাসুসেনার বিমানে চিতাগুলি শনিবার সকালে প্রথমে মধ্যপ্রদেশের গোয়ালিয়রের বায়ুসেনার ক্যাম্পে নিয়ে আসা হবে। সেখানে আধঘণ্টা রাখার পর বায়ুসেনার হেলিকপ্টারে ১৬৫ কিলোমিটার দূরে শেওপুর জেলার কুনো জাতীয় পার্কে নিয়ে যাওয়া হবে। সেখানে প্রথম ১০ দিন চিতাগুলিকে কোয়ারেন্টিনে রেখে পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব।
প্রসঙ্গত, গত বছরের ১৭ সেপ্টেম্বর নামিবিয়া থেকে ৮টি চিতা নিয়ে আসা হয়েছিল। যার মধ্যে ৫টি স্ত্রী এবং ৩টি পুরুষ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী খোদ কুনো ন্যাশনাল পার্কে চিতাগুলি খাঁচা থেকে ছেড়েছিলেন।