জয়পুর: ট্যাংকারের সঙ্গে বাসের (Bus Tanker Accident) মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অন্তত ১২ জনের। মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের (Rajasthan) বারমেরে। যোধপুর-বারমের হাইওয়ের ওপর একটি ট্যাংকারের সঙ্গে বাসের সংঘর্ষে আগুন লেগে যায় বাসে। কয়েক মিনিটের মধ্য়ে ঝলসে গিয়ে মৃত্যু হয় বাসে থাকা যাত্রীদের। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অগ্নিদগ্ধ অবস্থায় অনেক যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বাসে ছিলেন মোট ২৫ জন যাত্রী। ঘটনাস্থলে রয়েছে দমকলবাহিনী (Fire Brigade)। আগুন নেভানোর চেষ্টা চলছে।
বুধবার সকালের ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোনও একটি গাড়িকে জায়গা দিতেই রাস্তার ডানদিকে চলে আসে তেলের ট্যাংকারটি। আর সেই সময় উল্টোদিক থেকে আসছিল বাস। আর তখনই এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও দমকলবাহিনী। দ্রুত আগুন নেভানোর কাজ চলছে। ঝলসে যাওয়া বাস থেকে বের করে আনা হয় একের পর এক মৃতদেহ। অন্তত ১২ জনের দেহ উদ্ধার করা হয়েছে। বাকিদের অবস্থাও আশঙ্কাজনক।
গত কয়েকদিন আগে এমনই একটি ঘটনার খবর আসে সিয়েরা লিওনের রাজধানী থেকে। সেখানে ট্যাংকারের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। জ্বলে পুড়ে ছারখার হয়ে যায় আশেপাশের এলাকা। অন্তত ৯১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। গত সপ্তাহেই সেই ঘটনা ঘটে। ভয়াবহ বিস্ফোরণে আহত হন শতাধিক। ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয় জ্বালানি ভর্তি একটি ট্যাংকারের। ওই ট্যাংকার থেকে অনেকে জ্বালানি সংগ্রহ করতে এসেছিলেন। সেখানেই বিস্ফোরণ হয়ে আগুন লেগে যায়। এর জেরেই বহু মানুষের মৃত্যু হয়।
আরও পড়ুন: NSA Meeting: ভারতের সভাপতিত্বে আফগানিস্তান পরিস্থিতি নিয়ে নিরাপত্তা বৈঠকে ৮ দেশ