নয়া দিল্লি: সুকন্যা, সায়গলের বয়ান শোনাতে নাকি জেরায় কেঁদে ফেলেছিলেন অনুব্রত। তবে এবার গরু পাচারের শিকড় খুঁজে বের করতে জেরার চাপ আরও বাড়াতে চাইছে কেন্দ্রীয় সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য তলব করা হয়েছে তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকে। শুধু সুকন্যা নয়, অনুব্রতর হিসাব রক্ষক সহ মোট ১২ জনকে দিল্লিতে তলব করা হয়েছে বলে শুক্রবার রাউস অ্যাভিনিউ কোর্টে জানাল ইডি। গরু পাচারের মাধ্যমে অভিযুক্তের পকেটে মোটা টাকা গিয়েছে বলেও এদিন দাবি করেন তদন্তকারীরা।
গত ৭ মার্চ অনুব্রতকে দিল্লি নিয়ে যায় ইডি। সেদিন রাতেই শুনানি হয় তাঁর। ১০ মার্চ পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছিল। শুক্রবার হেফাজতের মেয়াদ শেষ হওয়ায় ফের আদালতে পেশ করা হয়েছে তাঁকে।
এদিন আদালতে অনুব্রতর পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী মুদিত জৈন দাবি করেন, গত তিনদিনে মাত্র ২ ঘণ্টা জেরা করা হয়েছে। তা সত্ত্বেও কেন ফের হেফাজতে চাওয়া হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবী। অন্যদিকে, ইডি-র যুক্তি, এই ধরনের তদন্তে স্লথগতিতে বন্ধ ঘরে জেরা হয়। এছাড়া হোলির ছুটি থাকাতেও তদন্ত প্রক্রিয়ার গতি কম ছিল বলে জানিয়েছে কেন্দ্রীয় সংস্থা।
উল্লেখ্য, অনুব্রতর মেয়ে সুকন্যা মণ্ডল, হিসাব রক্ষক মনীশ কোঠারিকে আগেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। সুকন্যাকে দিল্লিতে ইডি-র সদর দফতরে ডেকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সুকন্যা সহ যাঁদের অ্যাকাউন্টের সঙ্গে টাকা লেনদেনের সূত্র পাওয়া গিয়েছে , তাঁদেরই ফের তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।