Rat Hole Miners: ‘এই টাকায় কী হবে?’, ধামী সরকারকে আর্থিক পুরস্কার ফিরিয়ে দিল র‌্যাট হোল মাইনাররা

ঈপ্সা চ্যাটার্জী |

Dec 22, 2023 | 6:35 PM

Uttarkashi Tunnel Rescue: উত্তরাখণ্ডের দুঃসাহসিক উদ্ধারকাজের জন্য বৃহস্পতিবারই ১২ জন র‌্যাট হোল মাইনারদের সম্মানিত করেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয় তাঁদের প্রত্যেককে। কিন্তু এ দিনই সেই আর্থিক পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা জানান র‌্যাট হোল মাইনাররা। তাঁদের দাবি, এই টাকায় কিছু লাভ হবে না তাঁদের।

Rat Hole Miners: এই টাকায় কী হবে?, ধামী সরকারকে আর্থিক পুরস্কার ফিরিয়ে দিল র‌্যাট হোল মাইনাররা
মুখ্যমন্ত্রী ধামীর সঙ্গে র‌্যাট হোল মাইনাররা। ফাইল চিত্র
Image Credit source: PTI

Follow Us

দেহরাদুন: উত্তরকাশীর সুড়ঙ্গে ১৭ দিন আটকে ছিলেন ৪১ জন শ্রমিক (Uttarkashi Tunnel Rescue)। বিদেশ থেকে আনানো যন্ত্রও যেখানে ব্যর্থ হয়ে গিয়েছিল, সেখানেই শেষ মূহুর্তে ত্রাতা হয়ে এসেছিলেন ‘র‌্যাট হোল মাইনার্স’রা (Rat Hole Miners)। একদিনেই তাঁরা মাটি খুঁড়ে উদ্ধার করেছিলেন ৪১ শ্রমিককে। বৃহস্পতিবার তাঁদের পুরস্কৃত করেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী (Pushkar Singh Dhami)। কিন্তু আজ, শুক্রবার সেই পুরস্কার ফিরিয়ে দিলেন র‌্যাট হোল মাইনার্সরা। তাঁদের কথায়, এই টাকায় কিছুই হবে না তাঁদের। বরং তাঁরা এই টাকা সুড়ঙ্গে আটকে পড়া শ্রমিকদের দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

উত্তরাখণ্ডের দুঃসাহসিক উদ্ধারকাজের জন্য বৃহস্পতিবারই ১২ জন র‌্যাট হোল মাইনারদের সম্মানিত করেন রাজ্য়ের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী। ৫০ হাজার টাকা করে আর্থিক পুরস্কার দেওয়া হয় তাঁদের প্রত্যেককে। কিন্তু এ দিনই সেই আর্থিক পুরস্কার ফিরিয়ে দেওয়ার কথা জানান র‌্যাট হোল মাইনাররা। তাঁদের দাবি, এই টাকায় কিছু লাভ হবে না তাঁদের। বরং উত্তরাখণ্ড সরকারের দেওয়া আর্থিক সাহায্য তাঁরা উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের হাতে তুলে দেওয়ার কথা বলেন।

তাঁরা বলেন, “আমরা মুখ্যমন্ত্রীকে সম্মান করি। উনি আমাদের এই সম্মান দিয়েছেন, কিন্তু আমাদের মতে এটা নায্য নয়। এই ৫০ হাজার টাকায় তাদের কিছু হবে না। আমরা জীবনের ঝুঁকি নিয়ে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করে এনেছিলাম।”

র‌্যাট হোল মাইনারদের মধ্যে একজন, ভাকিল হাসান বলেন, “আমরা আজও গর্ত খুড়ছি। আগামিকালও তাই করব। তাই এই সম্মান আটকে থাকা শ্রমিকদেরই দেওয়া হোক।”

Next Article
Flood situation: তামিলনাড়ুতে বন্যা পরিস্থিতির জেরে মৃত অন্তত ৩১ জন, ৯০০ কোটি টাকা অনুদান ঘোষণা কেন্দ্রের
Venomous sea creatures: জনপ্রিয় সমুদ্র সৈকতে ঘুরছে বিষাক্ত প্রাণী, আতঙ্কে পর্যটকরা