Flood situation: তামিলনাড়ুতে বন্যা পরিস্থিতির জেরে মৃত অন্তত ৩১ জন, ৯০০ কোটি টাকা অনুদান ঘোষণা কেন্দ্রের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 22, 2023 | 6:05 PM

Tamil Nadu rain fury: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিনও বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র অনুদান দেয়নি বলে অভিযোগ তোলেন তিনি। এদিন সব অভিযোগ উড়িয়ে দেন নির্মলা সীতারমণ। তাঁর দাবি, এটিকে জাতীয় বিপর্যয় বলা যায় না। বরং রাজ্যের বন্যা পরিস্থিতির সময় মুখ্যমন্ত্রী স্ট্যালিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেন বলে কটাক্ষ করেছেন তিনি।

Flood situation: তামিলনাড়ুতে বন্যা পরিস্থিতির জেরে মৃত অন্তত ৩১ জন, ৯০০ কোটি টাকা অনুদান ঘোষণা কেন্দ্রের
বানভাসী তামিলনাড়ুর ৪ জেলা।
Image Credit source: PTI

Follow Us

নয়া দিল্লি: গত কয়েকদিনের টানা বৃষ্টিতে বানভাসী তামিলনাড়ু। ইতিমধ্যে বৃষ্টিজনিত কারণে তামিলনাড়ুর ৪ জেলায় ৩১ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার একথা জানিয়ে বৃষ্টি-বিধ্বস্ত এই রাজ্যের জন্য ত্রাণ ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তামিলনাড়ুর বৃষ্টির জন্য ৯০০ কোটি টাকা ত্রাণ ঘোষণা করলেন তিনি। সীতারমণ বলেন, কেন্দ্র ইতিমধ্যেই তামিলনাড়ুতে এই আর্থিক বছরের জন্য দুটি কিস্তিতে ৯০০ কোটি টাকা তহবিল ছেড়ে দিয়েছে।

তামিলনাড়ুর বন্যা-পরিস্থিতি নিয়ে ইতিমধ্যে আঞ্চলিক আবহাওয়া অধিকর্তাদের সঙ্গেও কথা বলেছেন বলে জানান নির্মলা সীতারমণ। তিনি জানান, আবহাওয়ার পূর্বাভাস দিতে পারে এরকম অত্যাধুনিক সরঞ্জাম রয়েছে চেন্নাইয়ে। যেটি গত ১২ ডিসেম্বর চার জেলা – তিনকাসি, কন্যাকুমারী, তিরুনেলভেলি এবং ১৭ ডিসেম্বর তুতিকোরিনে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল।

প্রসঙ্গত, রাজ্যের বন্যা পরিস্থিতির জন্য আবহাওয়া দফতরকেই দায়ী করেছিলেন তামিলনাড়ুর মন্ত্রী মানো থানগরাজ। দেরিতে পূর্বাভাস দেওয়ার জন্যই আগাম সতর্কতা নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছিলেন তিনি। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে নেতা এমকে স্ট্যালিনও বন্যা পরিস্থিতির জন্য কেন্দ্র অনুদান দেয়নি বলে অভিযোগ তোলেন তিনি। এদিন সব অভিযোগ উড়িয়ে দেন নির্মলা সীতারমণ। তাঁর দাবি, এটিকে জাতীয় বিপর্যয় বলা যায় না। বরং রাজ্যের বন্যা পরিস্থিতির সময় মুখ্যমন্ত্রী স্ট্যালিন ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দেন বলে কটাক্ষ করেছেন তিনি।

Next Article
Tax Devolution Release: বর্ষশেষে ঝুলি ভরাতে বড় ‘উপহার’ কেন্দ্রের, ৫৪৮৮ কোটি টাকা পাচ্ছে বাংলা
Rat Hole Miners: ‘এই টাকায় কী হবে?’, ধামী সরকারকে আর্থিক পুরস্কার ফিরিয়ে দিল র‌্যাট হোল মাইনাররা