নাবালিকা ছাত্রীকে ‘গণধর্ষণ’ করে ভিডিয়ো বানাল স্কুলের দুই সিনিয়র ছাত্র

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Dec 22, 2023 | 7:45 PM

ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে দুই নাবালক। অভিযোগ, যৌন নির্যাতনের ঘটনার ভিডিয়োও তুলেছিল তারা। ঘটনার কথা কাউকে বললে সেই ভিডিয়ো স্কুলে ছড়িয়ে দেওয়ার হুমকিও অভিযুক্তরা দিয়েছিল বলে পুলিশকে জানিয়েছে ওই নাবলিকা।

নাবালিকা ছাত্রীকে গণধর্ষণ করে ভিডিয়ো বানাল স্কুলের দুই সিনিয়র ছাত্র
প্রতীকী ছবি
Image Credit source: AP

Follow Us

বেঙ্গালুরু: ১২ বছরের এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠল দুই নাবালকের বিরুদ্ধে। অভিযুক্ত দুই নাবালকের বয়স ১৫ ও ১৬ বছর। নির্যাতিতা এবং অভিযুক্তরা একই স্কুলের পড়ুয়া। নির্যাতিতা নাবালিকা ষষ্ঠ শ্রেণির ছাত্রী বলে জানিয়েছে পুলিশ। দুই অভিযুক্ত যথাক্রমে নবম ও দশম শ্রেণির পড়ুয়া। সম্প্রতি এই ঘটনাটি ঘটেছে কর্নাটকের কালাবুরাগি জেলায়।

জানা গিয়েছে, রোজ দিনের মতোই স্কুলে গিয়েছিল ওই নাবালিকা। স্কুল ছুটির পর রাস্তা দিয়ে যাওয়ার সময় তাকে ডাকে দুই অভিযুক্ত। তাদের সঙ্গে স্কুলের পিছনে যেতে বলে। এবং যাওয়ার জন্য জোর করে বলে অভিযোগ। সেখানে নিয়ে গিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে গণধর্ষণ করে দুই নাবালক। অভিযোগ, যৌন নির্যাতনের ঘটনার ভিডিয়োও তুলেছিল তারা। ঘটনার কথা কাউকে বললে সেই ভিডিয়ো স্কুলে ছড়িয়ে দেওয়ার হুমকিও অভিযুক্তরা দিয়েছিল বলে পুলিশকে জানিয়েছে ওই নাবলিকা।

পুলিশ জানিয়েছে, ওই নাবালিকার বাবা-মা মুম্বইয়ে দিন মজুরের কাজ করে। তাই নাবালিকা তাঁর এক আত্মীয়ের বাড়িতে থাকে। সেখান থেকেই ঘটনার দিন স্কুলে এসেছিল ওই ছাত্রী। পুলিশ জানিয়েছে, ওই নির্যাতিতার শারীরিক পরীক্ষার করানো হয়েছে। পাশাপাশি তাঁর বয়ান নথিভুক্ত করা হয়েছে। দুই অভিযুক্তকেও আটক করার কথা জানিয়েছে পুলিশ। কিন্তু অভিযুক্তরা যেহেতু নাবালক, তাই তাদের হোমে রাখা হয়েছে।

Next Article