তালিবানের রক্তচক্ষু থেকে মুক্তি, কাবুল থেকে দেশে ফিরল ১৬৮ জন, ঠাঁই পেল ২৪ আফগানও

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Aug 22, 2021 | 11:35 AM

এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও ভিস্তারার যাত্রীবাহী বিমানে করেও আটকে থাকা প্রায় এক হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। বিমানগুলি তাজিকিস্তান ও কাতারে অবতরণ করেছে বলে জানা গিয়েছে।

তালিবানের রক্তচক্ষু থেকে মুক্তি, কাবুল থেকে দেশে ফিরল ১৬৮ জন, ঠাঁই পেল ২৪ আফগানও
ফাইল ছবি

Follow Us

নয়া দিল্লি: তালিবানের চোখরাঙানি থেকে মিলল মুক্তি। অবশেষে ভারতের মাটি ছুঁল ভারতীয় বায়ুসেনার সি-১৭ বিমান। আফগানিস্তান থেকে দেশে ফিরলেন ১৬৮ জন যাত্রী। রবিবার সকালেই তা হিন্দন এয়ারবেসে অবতরণ করে।

আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের ফেরাতে শুক্রবারই রওনা দিয়েছিল ভারতীয় বায়ুসেনার দুটি বিমান। গতকালের বিমানে ৮৫ জন যাত্রী দেশে ফিরে আসেন। সেই সময়ই জানা যায়, আরও একটি বিমানও রাতেই কাবুল বিমানবন্দর থেকে ছাড়বে। এ দিন সকালে বিমানটি অবতরণ করার পর জানা যায় মোট ১৬৮ জন দেশে ফিরেছেন। এদের মধ্যে ১০৭ জন ভারতীয় রয়েছেন। এছাড়াও ২৪ জন শিখ আফগান ও দুইজন আফগান সেনেটরও রয়েছেন। বর্তমানে তাদের আরটি-পিসিআর পরীক্ষা করানো হচ্ছে। পাশাপাশি আফগানিস্তানের নাগরিকদের বিনামূল্যে পোলিও ভ্যাকসিন দেওয়া হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য।

এছাড়াও এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো ও ভিস্তারার যাত্রীবাহী বিমানে করেও আটকে থাকা প্রায় এক হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করা হয়েছে। বিমানগুলি তাজিকিস্তান ও কাতারে অবতরণ করেছে বলে জানা গিয়েছে।  বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী নিজেও উদ্ধারকার্যের ছবি পোস্ট করেছেন। সরকারি সূত্রে জানা গিয়েছে, আপাতত আফগানিস্তানে আটকে থাকা ভারতীয়দের দেশে ফেরাতে প্রতিদিন কাবুল থেকে দুটি বিমান চলাচল করবে।

মার্কিন ও ন্যাটো বাহিনীই আপাতত কাবুলের হামিদ কারজ়াই আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ করছে।  তাদের তরফেই বিমান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও জানিয়েছেন, সরকার কাবুল তথা আফগানিস্তানের গোটা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। আপাতত ভারতীয়দের সুরক্ষিতভাবে দেশে ফেরানোর কাজেই নজর দেওয়া হচ্ছে।

দেশে ফেরার জন্য অপেক্ষারত ভারতীয়রা কাবুল বিমানবন্দরের বাইরেই রয়েছেন। যারা দেশে ফিরেছেন, তাদের বিমানবন্দরের কাছেই অবস্থিত একটি থানায় নিয়ে যাওয়া হয় তথ্য যাচাই ও প্রশ্ন করার জন্য, এমনটাই জানা গিয়েছে সরকারি সূত্রে।

গতকালই ভারতীয় বায়ুসেনার বিমানে ৮৫জনকে দেশে ফিরিয়ে আনা হয়। এরপরই জানা যায়, বিমানবন্দরের বাইরে থেকে ১৫০ জনকে বন্দি করেছে তালিবানরা, এদের মধ্যে অধিকাংশই ভারতীয়। যদিও জিজ্ঞাসাবাদ ও পাসপোর্ট যাচাইয়ের পরই তাদের ছেড়ে দেয় তালিবানরা।

সরকারের তরফে এখনও অবধি চার দফায় বায়ুসেনার বিমানে ভারতীয়দের উদ্ধার করে আনা হয়েছে। তবে এখনও প্রায় এক হাজারের কাছাকাছি ভারতীয় কাবুলে আটকে রয়েছেন বলে জানা গিয়েছে।  আরও পড়ুন: ‘খিদের জ্বালায় কাঁদছে একরত্তি শিশু, খাবার জলটুকুও নেই’, মেয়ে ও নাতিকে দেশে ফেরাতে কাতর আর্জি বৃদ্ধার 

Next Article