Train Cancelled: টানা বৃষ্টির জেরে বাতিল ১৭টি ট্রেন, রুট বদল হল ১২টি ট্রেনের

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Jul 09, 2023 | 8:29 PM

Northern Railway: নর্দান রেলওয়ের অন্তর্ভুক্ত ১৭টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ১২টি ট্রেনের রুট বদল করা হয়েছে। নর্দান রেলওয়ের মুখপাত্র জানান, নর্দান রেলওয়ের চারটি শাখা জলমগ্ন হয়ে রয়েছে।

Train Cancelled: টানা বৃষ্টির জেরে বাতিল ১৭টি ট্রেন, রুট বদল হল ১২টি ট্রেনের
প্রতীকী ছবি।

Follow Us

নয়া দিল্লি: প্রবল বৃষ্টিতে ভাসছে গোটা উত্তর ভারত। গত দু-দিন ধরে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে জম্মু-কাশ্মীর, লাদাখ থেকে দিল্লি, হিমাচল, উত্তরাখণ্ডেও। দিল্লিতে তো ৪০ বছর পর একদিনে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। ধস নেমেছে শ্রীনগর-মানালি হাইওয়েতে। জলমগ্ন দিল্লি সহ হিমাচল, উত্তরাখণ্ডের বিস্তীর্ণ অঞ্চল। এই পরিস্থিতিতে ঝুঁকি এড়াতে দিল্লি, অমৃতসরগামী একাধিক ট্রেন বাতিল (Train cancelled) করল উত্তর রেলওয়ে। বেশ কিছু ট্রেনের রুটও বদল করা হয়েছে। রবিবারই বিবৃতি দিয়ে উত্তর ভারতের একাধিক ট্রেন বাতিল ও বেশ কিছু ট্রেনের রুট বদলের কথা জানিয়েছেন নর্দান রেলওয়ের (Northern Railway) মুখপাত্র দীপক কুমার।

নর্দান রেলওয়ে সূত্রে খবর, নর্দান রেলওয়ের অন্তর্ভুক্ত ১৭টি ট্রেন বাতিল করা হয়েছে এবং ১২টি ট্রেনের রুট বদল করা হয়েছে। নর্দান রেলওয়ের মুখপাত্র জানান, নর্দান রেলওয়ের চারটি শাখা জলমগ্ন হয়ে রয়েছে। যার মধ্যে রয়েছে নওগাঁও (আম্বালা)-নিউ মোরিন্ডা, নানগাল বাধ, আনন্দপুর সাহিন এবং কীরাটপুর সাহিব ও ভরতগড়। ফলে এই সমস্ত রুটেরই ১৭টি ট্রেন বাতিল করা হয়েছে। যদিও পাম্প চালিয়ে রেললাইনে জমা জল বের করার চেষ্টা হচ্ছে বলেও নর্দান রেলওয়ের মুখপাত্র জানিয়েছেন।

বাতিল ট্রেন

বাতিল হওয়া ১৭টি ট্রেনের মধ্যে রয়েছে, ফিরোজপুর ক্যান্টনমেন্ট এক্সপ্রেস, অমৃতসর সুপারফার্স্ট এক্সপ্রেস, চণ্ডীগঢ় ইন্টারসিটি এক্সপ্রেস ও চণ্ডীগঢ় থেকে অমৃতসর জংশন এক্সপ্রেসের ট্রেনগুলি বাতিল করা হয়েছে। এছাড়া সিমলা-কালকা রুটের সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে।

রুট বদল

খারাপ আবহাওয়ার জন্য মুম্বই সেন্ট্রাল-অমৃতসর এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, দৌলতপুর চক এক্সপ্রেস ট্রেনের নির্ধারিত রুট কিছুটা বদল করা হয়েছে।

প্রসঙ্গত, রবিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দিল্লিতে ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। ৪০ বছর পর একদিনে এরকম বৃষ্টিপাত এটাই প্রথম। আগামী কয়েকদিন দিল্লি সহ হরিয়ানা, পঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান এবং জম্মু ও কাশ্মীরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

Next Article