তিরুবনন্তপুরম: আজব কাণ্ড কেরলে (Kerala)! মলাপ্পুরম জেলায় ১৭ বছর বয়সী এক কিশোরীর ইউটিউব (Youtube) দেখে সন্তান জন্ম দেওয়ার ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে। জানা গিয়েছে, নিজের প্রেমিকের সঙ্গে যৌন সঙ্গমের পর গর্ভবতী হয় ওই কিশোরী। এরপর জানাজানি হয়ে যাওয়ার ভয়ে নিজের বাড়িতেই ইউটিউবের সাহায্য নিয়ে সন্তানের জন্ম দিয়েছেন তিনি। পুলিশ সূত্রে খবর সন্তান জন্ম নেওয়ার পর ইউটিউবের সাহায্য নিয়ে তিনি নাড়ি কেটেছেন। চলতি মাসেই ২০ অক্টোবর ঘটনাটি ঘটেছে বলেই জানা গিয়েছে। পুলিশী তদন্তে জানা গিয়েছে সন্তান প্রসবের এই প্রক্রিয়ায় ওই কিশোরীকে অন্য কেউ সাহায্য করেনি।
২২ শে অক্টোবর বাড়িতে বাচ্চার কান্নার আওয়াজ পেয়ে কিশোরীর বাবা মা ঘটনাটি জানতে পারেন। ওই কিশোরী একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছে। কাঁচা হাতে এই সন্তানের জন্ম দেওয়ার পর কিশোরীর দেহে সংক্রমণ দেখা গিয়েছিল তাই দ্রুত তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। এরপরেই হাসপাতালের তরফে পুলিশে খবর দেওয়া হয়।
পুলিশ জানিয়েছে বর্তমানে মা ও শিশু দুজনেই সরকারি মেডিক্যাল কলেজ হসপিটালে ভর্তি রয়েছেন এবং তাঁরা দুজনেই সম্পূর্ণ সুস্থ রয়েছেন। নাবালিকাকে গর্ভবতী করার অপরাধে ২১ বছর এক তরুণকে আটক করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইন এবং ভারতীয় দণ্ড সংহিতার ৩৭৬ ধারায় ধর্ষণের মামলা রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিশোরীর মা চোখে দেখতে পান না এবং তাঁর বাবা রাতে সিকিউরিটি গার্ডের কাজ করায় তাদের থেকে গর্ভবতী হওয়ার ঘটনা লুকিয়ে রাখা সহজ ছিল। শিশু কল্যাণ কমিটি জানিয়েছে গর্ভাবস্থায় দুটি হাসপাতালে চিকিৎসা করিয়েছিল ওই কিশোরী। চিকিৎসার সময় হাসপাতালের কোনও গাফিলতি ছিল কিনা সেটা খতিয়ে দেখছে শিশু কল্যাণ কমিটি।
স্থানীয় সূত্রে খবর, কিশোরী ও তরুণের মধ্যে বেশ কিছুদিন ধরেই প্রেমের সম্পর্ক ছিল। কিশোরীর ১৮ বছর বয়স হলে তাদের মধ্যে বিয়ে হওয়ারও কথা ছিল। কিশোরী প্রাপ্তবয়স্ক না হওয়ায় অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে বলেই জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন জিতুক বা হারুক, ভারতীয় রাজনীতির কেন্দ্রে থাকবে বিজেপিই, বিস্ফোরক প্রশান্ত কিশোর
আরও পড়ুন ‘স্বাধীনতার পর সর্বশ্রেষ্ঠ প্রশাসক তিনিই’, নমোর সাফল্যের নেপথ্য কাহিনি শোনালেন স্বরাষ্ট্রমন্ত্রী