পটনা: চার লেনের সেতু, আচমকাই গঙ্গার উপরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেই সেতু। ওড়িশার ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বিপর্যয় বিহারে। রবিবার বিহারের ভাগলপুরে ভেঙে পড়ে নির্মীয়মাণ একটি সেতুর তিনটি স্তম্ভ। সুলতানগঞ্জ-আগুয়ানিঘাট সেতুটি ভাগলপুরকে জোড়ার জন্য তৈরি করা হচ্ছিল। কিন্তু তার আগেই গঙ্গার উপরে নির্মীয়মান এই সেতু ভেঙে পড়ে। তবে এই প্রথম নয়। জানা গিয়েছে, ১৭১০ কোটি টাকা খরচ করে তৈরি এই সেতু আগেও একবার ভেঙে পড়েছিল। একই সেতু, যার নির্মাণকাজ এখনও শেষ হয়নি, তা পরপর দুইবার ভেঙে পড়ায় নির্মাণসামগ্রী থেকে সেতুর নির্মাণকাজ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
স্থানীয় বাসিন্দাদের ক্যামেরাতেই ধরা পড়ে সেতু ভেঙে পড়ার ভিডিয়ো। রবিবার সন্ধে ৭টা নাগাদ ওই নির্মীণমান সেতুর তিনটি স্তম্ভ ভেঙে পড়ে গঙ্গার উপরে। সাদা ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। তবে ওই সেতু ভেঙে পড়ার ঘটনায় এখনও অবধি কোনও হতাহতের খবর মেলেনি।
জানা গিয়েছে, হরিয়ানার এসপি সিঙ্গলা নামক একটি সংস্থাকে এই সেতু তৈরি করার বরাত দেওয়া হয়েছিল। এর আগে, গত বছর এপ্রিল মাসেও এই সেতুটি ভেঙে পড়েছিল। সেই সময় সেতুর কমপক্ষে ৩৬টি অংশ ভেঙে পড়েছিল।
#WATCH | Visuals of the under construction bridge that collapsed yesterday into a river in Bihar’s Bhagalpur for the second time pic.twitter.com/qhcfGG40pB
— ANI (@ANI) June 5, 2023
সেতু ভেঙে পড়ার খবর পেয়েই সাংবাদিক বৈঠক ডাকেন বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। তিনি জানান, এই সেতু ভেঙে পড়ার আসল কারণ জানতে তদন্ত করা হবে। এই নিয়ে দ্বিতীয়বার সেতুটি ভেঙে পড়ল। গত বছরই নভেম্বর মাসে রিভিউ বৈঠকে গতবার সেতু ভেঙে পড়ার কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। মুম্বইয়ের ইন্ডিয়ান ইন্সটিটিউট অব টেকনেলজি, রুরকির আইআইটি ও এনআইআইটি-র অধ্যাপকরা এই দুর্ঘটনার তদন্ত করছেন।
#WATCH | Bhagalpur, Bihar:…”4 boats of SDRF are here…2 on one side and 2 on the other, all boats are conducting inspection…”: Birendra Kumar, SI, SDRF, Sultanganj pic.twitter.com/QNYrUfxyZS
— ANI (@ANI) June 5, 2023
তেজস্বী যাদব জানান, প্রথমবার সেতু ভেঙে পড়ার পরই আইআইচি রুরকির রিপোর্টে সেতুর কিছু অংশ পুনরায় তৈরি করার পরামর্শ দেওয়া হয়েছিল। সেই রিপোর্টের উপরে ভিত্তি করেই সরকার সেতুর নকশায় বদল এনেছিল।