Video: দিনে-দুপুরে বাইকেই জোর করে তরুণীকে…, সিসিটিভি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর ছবি

TV9 Bangla Digital | Edited By: অমর্ত্য লাহিড়ী

Nov 20, 2023 | 6:58 PM

Girl Kidnapped in Gwalior: ভোট মিটতেই মধ্য প্রদেশে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। পরিবারের সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে তিনি ভিন্দে গিয়েছিলেন তরুণী। সোমবার সকালে সেখান থেকে একটি বাসে গোয়ালিয়রে ফিরেছিলেন। তার কয়েক মিনিট পরই...

Video: দিনে-দুপুরে বাইকেই জোর করে তরুণীকে..., সিসিটিভি ক্যামেরায় বন্দি ভয়ঙ্কর ছবি
পেট্রল পাম্পের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ল পুরো ঘটনা
Image Credit source: PTI

Follow Us

ভোপাল: শুক্রবারই মিটেছে মধ্য প্রদেশের ভোটপর্ব। প্রচারপর্বে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থার অবনতি নিয়ে সরকারকে নিশানা করেছিল বিরোধীরা। ভোট মিটতেই ঘটে গেল আরও এক ভয়ঙ্কর ঘটনা। সোমবার একেবারে দিনে-দুপুরে গোয়ালিয়রের এক পেট্রল পাম্প থেরে এক ১৯ বছর বয়সী যুবতীকে অপহরণ করল বাইরআরোহী দুই দুষ্কৃতী। দুঃসাহসিক অপহরণের এই ঘটনার দৃশ্য বন্দি হয়েছে ওই এলাকায় লাগানো সিসিটিভি ক্যামেরায়। ওই ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, দুই দুষ্কৃতীর একজনের মুখ ছিল হেলমেটে ঢাকা। অপরজনের মুখ ছিল কাপড়ে ঢাকা। ওই যুবতী পেট্রল পাম্প এলাকায় দাঁড়িয়েছিলেন। আচমকা সেখান এসে দাঁড়ায় বাইকটি। দুষ্কৃতীদের একজন বাইক থেকে নেমে, য়ুবতীকে জোর করে বাইকে তোলে। তারপর সেখান থেকে পালিয়ে যায়। সেই সময় পেট্রল পাম্পে বহু মানুষ ছিলেন। কিন্তু, কেউই যুবতীকে সাহায্য করতে এগিয়ে আসেননি। বিনা বাধায় যুবতীকে অপহরণ করে পালায় তারা।


এরপর এই ঘটনার প্রেক্ষিতে স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে, অপহরণকারীদের এখনও শনাক্ত করা যায়নি। পেট্রল পাম্পে লাগানো সিসিটিভি ক্যামেরায় যে দৃশ্য ধরা পড়েছে, সেই ফুটেজ থেকে তাগের শনাক্ত করতে চাইছে পুলিশ। তবে, এখনও এই বিষয়ে সাফল্য আসেনি।

পুলিশ জানিয়েছে, গোয়ালিয়রের নাকা চন্দ্রবদনি পেট্রোল স্টেশনের কাছে এই ঘটনা ঘটেছে। অপরাধধ দমন শাখার এএসপি, ঋষিকেশ মীনা বলেছেন, এই ঘটনার তদন্তে পুলিশের দুটি দল গঠন করা হয়েছে। মেয়েটিকে খুঁজে বের করা এবং উদ্ধার করার উপরই আমরা সবথেকে বেশি জোর দিচ্ছি। মেয়েটির পরিবারের মতে, তার বয়স ১৯। তিনি বিএ কোর্সের ছাত্রী। তাদের আদি বাড়ি ভিন্দ জেলার বাসিন্দা। পরিবারের সদস্যদের সঙ্গে দীপাবলি উদযাপন করতে তিনি ভিন্দে গিয়েছিলেন। সোমবার সকাল ৮টা বেজে ৫০ মিনিট নাগাদ সেখান থেকে একটি বাসে করে গোয়ালিয়রে ফিরেছিলেন। ওই পেট্রল পাম্পের কাছে দাঁড়িয়ে তিনি তাঁর ভাইয়ের জন্য অপেক্ষা করছিলেন। ছিল। কয়েক মিনিট পর তাঁকে অপহরণ করা হয়।”

Next Article