BARC Quarters: ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের আবাসনে গণধর্ষণের শিকার কলেজ ছাত্রী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 19, 2023 | 1:04 PM

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কমার্সের স্নাতক স্তরের ছাত্রী নির্যাতিতা। পালঘর জেলায় মা ও বোনের সঙ্গে থাকেন তিনি। তাঁর বাবা বার্কে চাকরি করেন। এবং সেখানকার আবাসনের একটি ফ্ল্যাটে থাকেন। অভিযুক্ত যুবকের এক জনও ওই আবাসনের অপর একটি ফ্ল্যাটে থাকেন। তিনি বার্কের এক কর্মীর ছেলে। দিন কয়েক আগে যৌন নির্যাতনের শিকার হওয়া ওই ছাত্রী মুম্বইয়ে বাবার কাছে এসেছিলেন। বার্কের আবাসনেই উঠেছিলেন তিনি।

BARC Quarters: ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারের আবাসনে গণধর্ষণের শিকার কলেজ ছাত্রী
প্রতীকী ছবি।

Follow Us

মুম্বই: ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টার (বার্ক)-এর আসাবনে ১৯ বছরের এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ উঠল। ছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ নভেম্বর রাত ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। মুম্বইয়ের চেম্বুর এলাকায় ঘটেছে এই ঘটনা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কমার্সের স্নাতক স্তরের ছাত্রী নির্যাতিতা। পালঘর জেলায় মা ও বোনের সঙ্গে থাকেন তিনি। তাঁর বাবা বার্কে চাকরি করেন। এবং সেখানকার আবাসনের একটি ফ্ল্যাটে থাকেন। অভিযুক্ত যুবকের এক জনও ওই আবাসনের অপর একটি ফ্ল্যাটে থাকেন। তিনি বার্কের এক কর্মীর ছেলে। দিন কয়েক আগে যৌন নির্যাতনের শিকার হওয়া ওই ছাত্রী মুম্বইয়ে বাবার কাছে এসেছিলেন। বার্কের আবাসনেই উঠেছিলেন তিনি।

১৫ তারিখ রাতে অভিযুক্ত বাড়িতে একাই ছিলেন। তাঁর বাবা-মা বাইরে গিয়েছিলেন। সে জন্য তিনি তাঁর এক বন্ধুকে ডেকেছিলেন আবাসনের ফ্ল্যাটে। রান্না করতে গিয়ে রান্নার উপকরণ কম থাকায় অভিযুক্তের ফ্ল্যাটে তা আনতে গিয়েছিলেন ওই কলেজ ছাত্রী। সে সময়ই তাঁকে মাদক মেশানো কোল্ড ড্রিঙ্কস অভিযুক্তরা খেতে দিয়েছিল বলে অভিযোগ। তা খাওয়ার পরই অচৈতন্য হয়ে পড়েন ওই ১৯ বছরের ওই যুবতী। তখন দুই বন্ধু মিলে তাঁকে গণধর্ষণ করে বলে অভিযোগ। রাত সাড়ে ১২টা নাগাদ হুঁশ ফেরে ওই কলেজ ছাত্রীর। সঙ্গে সঙ্গে তিনি নিজের ফ্ল্যাটে চলে আসেন। ঘটনার কথা ওই আবাসনের বসবাসকারী ঘনিষ্ঠদের জানান।

১৬ নভেম্বর থানায় গিয়ে দুই অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করে পুলিশ। দুই অভিযুক্তকে সে দিনই গ্রেফতার করা হয়েছে। পরে আদালতে তোলা হলে ২০ নভেম্বর অবধি অভিযুক্তদের জেল হেফাজতের নির্দেশ দেয় আদালত। অভিযুক্তের ফ্ল্যাট থেকে কোল্ড ডিঙ্কসের বোতলও উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ফরেন্সিক পরীক্ষার জন্য তা পাঠানো হয়েছে।

Next Article