Road Accident: লরিতে ধাক্কা পুলিশের গাড়ির, মৃত ৫, আহত ২ পুলিশকর্মী

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Nov 19, 2023 | 12:58 PM

এই ঘটনা নিয়ে চুরু জেলার পুলিশ সুপার প্রবীণ নায়েক জানিয়েছেন, সুজনগড় সদর থানা এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে করে পুলিশকর্মীরা যাচ্ছিলেন তারানগরে। সেখানে একটি নির্বাচনী জনসভায় নিরাপত্তার জন্য যাচ্ছিলেন তাঁরা। মৃত পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন এক জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর। মৃতদের মধ্যে বাকি চার জন কনস্টেবল।

Road Accident: লরিতে ধাক্কা পুলিশের গাড়ির, মৃত ৫, আহত ২ পুলিশকর্মী
দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি
Image Credit source: News9

Follow Us

জয়পুর: ভয়াবহ পথ দুর্ঘটনার কবলে পুলিশের গাড়ি। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরিতে সরাসরি ধাক্কা মারে পুলিশের একটি গাড়ি। রবিবার ভোরের দিকে এই ঘটনা ঘটেছে রাজস্থানের চুরু জেলায়। সেখানকার সুজনগড় সদর থানা এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে। এর জেরে ৫ জন পুলিশের মৃত্যু হয়েছে। ২ জন পুলিশকর্মী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।

এই ঘটনা নিয়ে চুরু জেলার পুলিশ সুপার প্রবীণ নায়েক জানিয়েছেন, সুজনগড় সদর থানা এলাকায় ঘটেছে এই দুর্ঘটনা। দুর্ঘটনার কবলে পড়া গাড়িতে করে পুলিশকর্মীরা যাচ্ছিলেন তারানগরে। সেখানে একটি নির্বাচনী জনসভায় নিরাপত্তার জন্য যাচ্ছিলেন তাঁরা। মৃত পুলিশকর্মীদের মধ্যে রয়েছেন এক জন অ্যাসিস্ট্যান্ট সাব ইনস্পেক্টর। তাঁর নাম রামচন্দ্র। মৃতদের মধ্যে বাকি চার জন কনস্টেবল। তাঁরা হলেন কুম্ভরাম, সুরেশ মীনা, তানারাম এবং মহেন্দ্র। আহত দুই পুলিশকর্মী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গিয়েছে।

পথ দুর্ঘটনায় পুলিশকর্মীদের মৃত্যু ঘটনায় শোকের ছায়া নেমেছে সে রাজ্যের পুলিশ মহলে। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটও শোকপ্রকাশ করেছেন। এই ঘটনা নিয়ে নিজের এক্স হ্যান্ডলে (অতীতের টুইটার) তিনি লিখেছেন, “সকালেই দুঃখের খবর পেলাম। চুরুর সুন্দরগড় সদর এলাকায় পুলিশের গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। দুর্ঘটনায় মৃত পুলিশকর্মীদের পরিবারের সদস্যদের সমবেদনা জানায়। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”

Next Article