লখনউ: দুই আল কায়দা (Al Qaeda) জঙ্গিকে গ্রেফতার করল উত্তরপ্রদেশ (Uttar Pradesh) পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কাকোরি থেকে গ্রেফতার করা হয় ওই দুই জঙ্গিকে। অনেক দিন ধরেই দুজনকে খুঁজছিল পুলিশ। কাকোরি এলাকার একটি বাড়িতে ঘাপটি মেরেছিল দুই আল কায়দা জঙ্গি।
এর আগেও একই জায়গায় সৌফুল্লা নামে আরেক জঙ্গি লুকিয়েছিল। পরে তাকে গুলি করে মারা হয়। ২০১৭ সালের ঘটনা। ফের কাকোরি থেকে গ্রেফতার দুই আল কায়দা জঙ্গি। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। কীভাবে তারা ওই গ্রামে ঘাঁটি গেড়েছিল তা তদন্ত করে দেখছে উত্তরপ্রদেশ পুলিশ।
অ্যান্টি টেররিস্ট স্কোয়াডের অফিসাররা ওই দুই জঙ্গিকে গ্রেফতার করেছে। ঘটনাস্থলে পৌঁছয় বম্ব স্কোয়াড। গোটা এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। বড়সড় হামলার ছক ছিল বলে অনুমান পুলিশের। এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আরও জঙ্গি লুকিয়ে আছে কিনা তা খতিয়ে দেখছে গোয়েন্দারা।
আটক দুই জঙ্গির নাম মিনহাজ আহমেদ ও মাসিরউদ্দিন। দুজনের বয়স ৫০ এর কাছাকাছি। তাদের ঘর থেকে প্রচুর বিস্ফোরক উদ্ধার কারা হয়েছে। জানা গিয়েছে, পাকিস্তান ও আফগানিস্তানের জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। আইজি জিকে গোস্বামীর নেতৃত্বে এটিএস-এর সক্রিয়তায় ধরা পড়ে মিনহাজ ও মাসিরউদ্দিন। বাড়ির মালিককেও জেরা করছে পুলিশ।
উত্তরপ্রদেশে নির্বাচনের আগে হামলার ছক কষেছিল দুজন। কিন্তু ছক বানচাল হয়ে গলে। সিনিয়র পুলিশ কর্তা প্রশান্ত কুমার জানিয়েছেন, এটিএস বড়সড় সাফল্য পেল। রবিবার দুজন জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। আল কায়দা জঙ্গি সংগঠনের সঙ্গে তাদের যোগাযোগ ছিল। তল্লাশি করে অস্ত্র, বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।” আরও পড়ুন: পাতা কমলালেবু বিস্কুটের ওপর ১০৮টি রথযাত্রার ছবি আঁকলেন প্রিয়াঙ্কা