শ্রীনগর: ভোট মিটতে না মিটতেই ফের উত্তেজনা উপত্যকায়। এবার সেনা জওয়ানদেরই অপহরণ করা হল। জানা গিয়েছে, জম্মু-কাশ্মীরের অনন্তনাগে জঙ্গল এলাকা থেকে সীমান্তরক্ষী সেনার দুই জওয়ানকে অপহরণ করা হয়। গুলিবিদ্ধ অবস্থায় এক জওয়ান পালিয়ে আসতে পারলেও নিখোঁজ ছিলেন আরেক জওয়ান। আজ তাঁর দেহ উদ্ধার করা হয়। দেহে একাধিক গুলির আঘাত রয়েছে।
সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ৮ অক্টোবর জম্মু-কাশ্মীরের অনন্তনাগের কাছে কোকেরনাগ এলাকার জঙ্গলে যৌথ অভিযান চলাকালীন টেরিটোরিয়াল আর্মির দুই জওয়ানকে অপহরণ করে সন্ত্রাসবাদীরা। এক জওয়ান গুলিবিদ্ধ কোনওমতে পালিয়ে আসতে সক্ষম হন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। অপর জওয়ানকে অপহরণ করে পালিয়ে যায় সন্ত্রাসবাদীরা।
এরপর থেকেই তল্লাশি অভিযান চলছিল। আজ, বুধবার অনন্তনাগের পাথরিবাল জঙ্গল এলাকা থেকে ওই সেনার মৃতদেহ উদ্ধার করা হয়। গুলিতে তাঁর দেহ ঝাঁঝরা করে দেওয়া হয়েছে বলেই জানা গিয়েছে।
প্রসঙ্গত, এর আগে ২০২০ সালেও এভাবেই সেনাবাহিনীর এক জওয়ানকে অপহরণ করেছিল সন্ত্রাসবাদীরা। দিন কয়েক পর তাঁর বাড়ির সামনে থেকে জামাকাপড় উদ্ধার হয়। এক বছর পর, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ওই সেনা জওয়ানের দেহ উদ্ধার হয়।
সেনা সূত্রে জানা গিয়েছে, গত ৫ অক্টোবর জম্মু-কাশ্মীরের কুপওয়াড়ার নিয়ন্ত্রণ রেখার কাছে জঙ্গিরা অনুপ্রবেশের চেষ্টা করেছিল। সেনাবাহিনী দেখতে পেয়ে গুলি চালায়। সংঘর্ষে দুই জঙ্গিকে নিকেশ করা হয়। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়।