Army Jawan Died: অনন্তনাগে জঙ্গিদের গুলিতে মৃত্যু ২ সেনাকর্তা ও ১ পুলিশ অফিসারের

TV9 Bangla Digital | Edited By: অংশুমান গোস্বামী

Sep 13, 2023 | 8:10 PM

ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, কম্যান্ডিং অফিসারের নাম মনপ্রীত সিং, মেজর আশিস ধনচাক এবং পুলিশের ডেপুটি সুপার হিমায়ুন মুজামিল ভাট জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন। মনপ্রীত রাষ্ট্রীয় রাইফেলসের ১৯ তম ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার।

Army Jawan Died: অনন্তনাগে জঙ্গিদের গুলিতে মৃত্যু ২ সেনাকর্তা ও ১ পুলিশ অফিসারের
জঙ্গি দমনে তৎপর সেনা বাহিনী।
Image Credit source: PTI

Follow Us

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগ এলাকায় জঙ্গিদমন অভিযানে নেমেছিল ভারতীয় সেনা ও কাশ্মীর পুলিশের যৌথবাহিনী। সেই অভিযানে জঙ্গিদের গুলিতে আহত হয়ে মৃত্যু হল তিন জনের। মৃতদের মধ্যে রয়েছেন রাষ্ট্রীয় রাইফেলসের এক জন কম্যান্ডিং অফিসার। সেনাবাহিনীর এক জন মেজর এবং জম্মু ও কাশ্মীরের ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট পদমর্যাদার এক অফিসার। এখনও অনন্তনাগের ওই এলাকায় চলছে অভিযান।

ভারতীয় সেনা সূত্রে জানা গিয়েছে, কম্যান্ডিং অফিসারের নাম মনপ্রীত সিং, মেজর আশিস ধনচাক এবং পুলিশের ডেপুটি সুপার হিমায়ুন মুজামিল ভাট জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে প্রাণ হারিয়েছেন। মনপ্রীত রাষ্ট্রীয় রাইফেলসের ১৯ তম ব্যাটেলিয়নের কম্যান্ডিং অফিসার। কোকেরনাগ এলাকায় ঘন জঙ্গলের মধ্যে জঙ্গিদের গুলির লড়াইয়ের মধ্যেই এই তিনজনের দেহ উদ্ধার করা হয়েছে।

এই খবর পেয়েই জম্মু ও কাশ্মীর পুলিশ এবং ভারতীয় সেনার উচ্চপদস্থ কর্তারা ছুটে যান ঘটনাস্থলে। তাঁরা গিয়ে অভিযানের বিষয়ে খোঁজ খবরের পাশাপাশি দেহ উদ্ধারের ব্যবস্থা করেন। ওই উদ্ধারকাজ এবং অভিযানের জন্য চিতা হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে বলেও জানা গিয়েছে সেনার তরফে। জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পেয়েই বুধবার এই অভিযান শুরু করে যৌথবাহিনী। সেখানেই জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই চলেছে।

অনন্তনাগের পাশাপাশি মঙ্গলবার থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতেও জঙ্গিদমন অভিযান চলছে। সেই অভিযানে মঙ্গলবার এক জঙ্গি ও এক জওয়ানের মৃত্যুর খবর মিলেছিল। বুধবার সেখানে আরও দুই জঙ্গির জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সেনা। সেই জঙ্গিদের থেকে পাকিস্তানের ওষুধ-সহ একাধিক জিনিস উদ্ধার হয়েছে বলে সেনা সূত্রে জানা গিয়েছে।

Next Article