নয়া দিল্লি: গত কয়েক মাসে লন্ডন, সান ফ্রানসিসকো, কানাডার বিভিন্ন স্থানে ভারতীয় দূতাবাসে হামলা চালিয়েছে খালিস্তানপন্থীরা। এবার, এই সকল হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করল জাতীয় তদন্ত সংস্থা বা এনআইএ। চলতি বছরের ১৯ মার্চ, বিক্ষোভ প্রদর্শনের নামে লন্ডনের ভারতীয় হাইকমিশনে হিংসার পরিবেশ তৈরি করেছিল খালিস্তানপন্থীরা। সেই ঘটনায় জড়িত সন্দেহে ৪৫ জনের ছবি প্রকাশ করেছিল এনআইএ। তার প্রায় মাস দুই পর, অভিযুক্তদের মধ্যে ১৫ জনকে চিহ্নিত করা গিয়েছে বলে জানাল এনআইএ। অভিবাসন বিভাগকে তাদের বিশদ তথ্য পাঠানো হচ্ছে। তাদের বিরুদ্ধে শিগগিরই লুক আউট সার্কুলার জারি করা হবে। তবে, এই ১৫ জনের বিরুদ্ধে পদক্ষেপ করার জন্য ব্রিটিশ সরকারকে রাজি করানোটাই এনআইএ-র সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কারণ, ভারতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যেমন ইউএপিএ আছে, ব্রিটেনে সেই রকম কোনও আইন নেই।
গত এপ্রিল মাসে এনআইএ জানিয়েছিল, প্রাথমিক তদন্তে লন্ডনের দূতাবাসের ঘটনায়, পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই ঘনিষ্ঠ সন্ত্রাসবাদীদের হাত আছে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে। এরপরই লন্ডনের ওই ঘটনার বিষয়ে এনআইএ-কে নতুন করে মামলা দায়ের করার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই ঘটনার বিষয়ে ইউএপিএ-র আওতায় একটি এফআইআর নথিভুক্ত করেছিল দিল্লি পুলিশও। সেই মামলাটির তদন্তও এনআইএ-কে হস্তান্তর করতে নির্দেশ দিয়েছিল মন্ত্রক। মে মাসে ব্রিটেনে গিয়ে প্রমাণ সংগ্রহ করেছিল এনআইএ। ভারতে ফিরে লন্ডনের ঘটনার পাঁচটি ভিডিয়ো প্রকাশ করেছিল এনআইএ। সন্দেহভাজনদের শনাক্ত করতে ইংল্যান্ডে বসবাসকারী ভারতীয়দের সাহায্য চেয়েছিল তারা। তারপর থেকে কেন্দ্রীয় সংস্থার কাছে ৫০০টিরও বেশি ফোনকল এসেছে বলে জানা গিয়েছে। রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বা ‘র’-ও এই বিষয়ে এনআইএ-র তদন্তকারীদের সাহায্য করেছে।
তবে, শুধুমাত্র লন্ডনের দূতাবাসে হামলাকারীদের শনাক্ত করার ক্ষেত্রেই সাফল্য পায়নি এনআইএ। ২ জুলাই আমেরিকার সান ফ্রান্সিসকোতে অবস্থিত ভারতীয় কনস্যুলেটেও হামলা চালিয়েছিল খালিস্তানপন্থীরা। সেই ঘটনায় জড়িত চারজন খালিস্তানপন্থী দুষ্কৃতীকে শনাক্ত করেছে এনআইএ। বিদেশে ভারতীয়দের উপর খালিস্তানি হামলার তদন্তের অংশ হিসাবে, আগামী মাসে কানাডা সফরে যাচ্ছে এনআইএ-র আরও একটি দল।