শ্রীনগর: টানা তিনদিন ধরে অনন্তনাগে চলছে জঙ্গি দমন অভিযান (Anti-Terror Operation)। তার মাঝেই বড় সাফল্য। জম্মু-কাশ্মীরের বারামুল্লা (Baramulla) থেকে গ্রেফতার করা হল দুই সন্দেহভাজন ব্যক্তিকে। জানা গিয়েছে, অভিযুক্ত দুইজন লস্কর-ই-তৈবার (Lashkar-e-Taiba) জঙ্গিদের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণে অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার ওই দুই ব্য়ক্তিকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত দুইজন দাটি থেকে বারামুল্লার দিকে আসছিল। পরনপিলান ব্রিজের কাছে পুলিশ ও সেনার চেকপোস্টের কাছে তাঁদের আটকানো হয়। নিরাপত্তা বাহিনীকে দেখেই পালানোর চেষ্টা করেন ওই দুইজন। কিন্তু সঙ্গে সঙ্গেই তাঁদের ধরে ফেলেন জওয়ানরা। তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে দুটি গ্লক পিস্তল, দুটি পিস্তলের ম্যাগাজিন, দুটি সাইলেন্সার, পাঁচটি চাইনিজ গ্রেনেড, ২৮টি তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
অভিযুক্ত দুইজনের নাম জ়ইদ হাসান মাল্লা ও মহম্মদ আরিফ চান্না। দুইজনই বারামুল্লার বাসিন্দা বলে জানা গিয়েছে। জেরা করে জানা যায়, উভয়ই আন্তঃসীমান্ত অস্ত্র পাচারের সঙ্গে যুক্ত। লস্কর-ই-তৈবা জঙ্গি ও পাকিস্তানের অন্য়ান্য় জঙ্গি সংগঠনের সদস্য়দের সঙ্গে তাঁদের যোগাযোগ ছিল। জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়ে সীমান্তের ওপ্রান্ত থেকে এই প্রান্তে অস্ত্র সরবরাহ করতেন অভিযুক্তরা। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইন ও বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনে মামলা দায়ের করা হয়েছে।