Himachal Pradesh Road Accident Video: খরস্রোতা নদীর মাঝে দুমড়ে-মুচড়ে আটকে গাড়ি, দড়িতে ঝুলে উদ্ধারের চেষ্টা জওয়ানের, দেখুন রোমহর্ষক ভিডিয়ো

TV9 Bangla Digital | Edited By: ঈপ্সা চ্যাটার্জী

Jul 07, 2022 | 2:03 PM

Himachal Pradesh Road Accident: এমনিতেই খরস্রোতা নদী বিপাশা। বর্ষা শুরু হতেই নদীর জলস্তরও বৃদ্ধি পেয়েছে। বুধবার সকালে খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও গাড়িটি মানালির উদ্দেশে রওনা দিয়েছিল। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

Himachal Pradesh Road Accident Video: খরস্রোতা নদীর মাঝে দুমড়ে-মুচড়ে আটকে গাড়ি, দড়িতে ঝুলে উদ্ধারের চেষ্টা জওয়ানের, দেখুন রোমহর্ষক ভিডিয়ো
উদ্ধারকাজ চালাচ্ছে আইটিবিপি জওয়ানরা।

Follow Us

কুলু: বর্ষার মরসুমে আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে পাহাড়ি পথ। খাড়াই পাহাড়ে বাঁক নিতে গিয়েই খরস্রোতা নদীতে পড়ে গেল একটি গাড়ি। ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে হিমাচল প্রদেশে। কুলু-মানালি হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ই রাস্তা থেকে নদীতে ছিটকে পড়ে গাড়িটি। জলের তোড়ে মাঝ নদীতে ভেসে যায় গাড়িটি।ইতিমধ্যেই গাড়ির জানালা দিয়ে এক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ভিতরে আরও দুইজন আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িটি মঙ্গলবার বিকেলে মান্ডি থেকে মানালির উদ্দেশে রওনা দিয়েছিল। ভারী বৃষ্টিপাতের জেরে গাড়ি বেশি জোরে এগোতে পারছিল না। কুলু জেলার বাবেলির কাছে কুলু-মানালি হাইওয়ে দিয়ে যাওয়ার সময়ই আচমকা গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে বিয়াস বা বিপাশা নদীতে পড়ে যায়।

এমনিতেই খরস্রোতা নদী বিপাশা। বর্ষা শুরু হতেই নদীর জলস্তরও বৃদ্ধি পেয়েছে। বুধবার সকালে খারাপ আবহাওয়া থাকা সত্ত্বেও গাড়িটি মানালির উদ্দেশে রওনা দিয়েছিল। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ শুরু করে স্থানীয় প্রশাসন। পরে ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশও উদ্ধারকাজে হাত লাগায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি।

সেনাবাহিনী ও স্থানীয় বাসিন্দাদের পোস্ট করা ভিডিয়োয় দেখা যায়, নদীর এ-প্রান্ত থেকে ও-প্রান্তে দড়ি টাঙিয়ে উদ্ধারকাজ চালানো হচ্ছে। নদীর মাঝ বরাবর ঝুলন্ত জওয়ানরা হাত বাড়িয়ে গাড়ির ভিতর থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। একজনকে উদ্ধার করা সম্ভব হলেও, বাকি দুইজন নদীর জলে ভেসে গিয়েছে বলে মনে করা হচ্ছে।

আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আপাতত ভারী বৃষ্টি থেকে মুক্তি মিলবে না। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। ভারী বৃষ্টির জেরে ধস নামার সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়েছে। এই পরিস্থিতিতে স্থানীয় ও পর্যটকদের পার্বত্য এলাকা ও নদীর ধারে যেতে বারণ করা হয়েছে। গতকালই মানালিতে মেঘভাঙা বৃষ্টি শুরু হয়েছিল। এর জেরে বেশ কিছু অঞ্চলে ধস নেমেছে।

Next Article